এতকিছু ... ওই সিনেমার জন্যই...
খুব ছোটবেলায় একটা নাটকের গান শুনে প্রচন্ড রকমের ভালোলাগায় পড়ে গিয়েছিলাম। গানটার প্রথম দুই তিন লাইন সারাদিন গুনগুন করে গাইতাম। এরপর যত দিন গিয়েছে এই সুরের যাদুজালে আটকে গেছি ভয়াবহ ভাবে।
এক জোনাকী দুই জোনাকী
তিন জোনাকী ওড়ে
তোমার লাগি বন্ধু আমার
মন যে কেমন করে।
কার গান কে লিখেছে কে গেয়েছে কী বৃত্তান্ত, কিছূই জানতাম না।
এখনো সবকিছূ জানিনা। এটা রুখসানা মুমতাজ গেয়েছিলেন এবং হলুদ বিকেল নামে তার এ্যালবামে গানটি সংযুক্ত হয়। মিউজিক করেছিলেন বাপ্পা মজুমদার। এতটুকুই জানি।
খুঁজতে খুঁজতে গানটির এবং পুরো এ্যালবামটির ডাউনলোড লিংক পেয়ে গেলাম।
হাজার হোক দীর্য দেড় যুগের তৃষ্ঞা। এ্যালবামটি বের হয়েছিল লেজার ভিশন থেকে। আজ আর তার কোন কপি বাজারে অবশিষ্ট আছে কি না জানি না। তবে খূঁজবো।
হলুদ বিকেল- এর ডাউনলোড লিংক
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।