যতোই জেনেছি ততোই বুঝেছি জানবার আছে বাকি। যতোই বুঝাতে চেয়েছি, অবুঝ তুমি, বুঝিনি ব্যাপারটা কি !!
বর্তমানে আমি CRT 17" মনিটর ব্যাবহার করছি ভবিষ্যতে LCD কিনবো।
তাই এমন ব্রান্ড উল্লেখ করবেন যাতে দুটোই সাপোর্ট করে(খুব বেশী রেজ্যুলেশনের না হলেও চলবে কারন তাতে দাম বেশী বেড়ে যাবে!!!!
********টিভি কার্ডে যা মিনিমাম থাকতে হবে,
**১/ প্রথমে থাকবে পিআইপি যাতে করে পিছিতে কাজের মধ্যেও টিভি দেখতে পারি।
**২/ এফ.এম রেডিও ভাল নেটওয়ার্ক পায় এমন (নিচ তলা বাসায় ব্যাবহার করা যায় অর্থাৎ মোবাইলে নেটওয়ার্কের প্রবলেম থাকলেও চলে)
**৩/ একসাথে ১৬ টা চ্যানেলের কোনটাতে কি হচ্ছে দেখা যায়,
**৪/ ঘোলা ছবি পরিস্কারের ভালো অপশন থাকবে।
**৫/ ছবি তোলা যাবে,
আরোও অন্যান্ন যা যা থাকে একটা ভালো মানের টিভি কার্ডে আরকি!!!
***আচ্ছা এক্সটার্নালে কি ভিডিও রেকর্ড করা যায়***
ভাই আমি আজ IDB তে, মাত্র ২ টা ব্রান্ডের মধ্যে এফ.এম রেডিও সহ সব ফ্যাসিলিটি পাইছি, কিন্তু দাম শুনে মনে হল ঠিকমত উপরের সুবিধাগুলা(ফ্যাসিলিটি) পাব কিনা তাতে সন্দিহান।
প্রথমটা হল গেডমি ব্রান্ড দাম ১৪০০-১৫০০ টাকা।
আরেকটা হল রিয়েলভিউ দাম ১৭০০-১৮০০ টাকা।
আরেকটার নাম ছিল এনকোর ব্রান্ড দাম ২৩০০ ভালোই মনে হল বাট রেডিও নাই।
মোট কথা আমি ভালোর মধ্যে একটা কিনতে চাচ্ছি বাজেট ২৩০০ টাকার মধ্যে বা কিছু কম-বেশী। যাতে উপরের সব সুবিধা একসাথে পাব!!
ভাই যেহেতু আমার এ বিষয়ে খুব ভালো ধারনা নাই তাই আপনাদের কাছে পরামর্শ কামনা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।