মানুষের সবচেয়ে বড় দোষ মিথ্যা কথা বলা। যে মিথ্যা ত্যাগ করতে পেরেছে সে আশা করা যায় মোটামুটি সৎ হতে পেরেছে বা পারবে। একটি দেশের বা রাস্ট্রের চালক/অভিভাবক হচ্ছেন সেই দেশের রাজনীতি/রাজনীতিবিদ। আমরা একটু নিরপেক্ষ দৃষ্টিতে আমাদের রাজনীতির দিকে দেখি। কী দেখব? পুরেটাই মিথ্যা দিয়ে ঘেরা।
আসলে আমরা এখন আধুনিক সভ্যতা(?) যেটাকে বলছি তা অনেকটাই মিথ্যার উপর দন্ডায়মান। টিভিতে যে বিজ্ঞাপনগুলো প্রচারিত হয় তার বেশরি ভাগই কি মিথ্যার শৈল্পিক রুপ নয়?
আমাদের রাজনৈতিক নেতারা যে কথা গুলো বলেন তার বেশীর ভাগই কি মিথ্যা আর ভন্ডামিতে ভরা নয়। তাহলে আমাদের মুক্তির উপায় কি?
আসলে এখন এমন অবস্থা হয়েছে যে, আমরা প্রত্যেকে যদি আলাদা আলাদা ভাবে ভাল না হই তবে আমাদের বাঁচার কোন উপায় থাকবে না। আমি থেকেই শুরু করতে হবে। আসুন আমরা প্রত্যেকে আগে নিজে ভাল হই, সৎ হই।
আজ থেকেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।