Ami odvut and ami real matal na.kobitai matal.
প্রহর শেষে নিশিতে যখন আমি আমার-
নীল বালিশে মাথা রেখে,তোমায় স্মরণ করি,
তখন মনে হয় আমি মাথা রেখেছি-কোন নীল অম্বরে,
আর ভাবছি-কোন নীল পরীর কথা।
আমার হৃদয় ভরে উঠে অভিরূপ মুগ্ধতায়,
শুধু এই ভেবে -তুমি আমাকে ভালোবাসো।
তোমার ভালোবাসার অদ্ভুত ভাবনায়-
আমি যখন আমার নীল বালিশে মাথা রাখি,
আমার মনে হয়,আমি কোন নীল সাগরে ভেসে আছি,
নদী হয়ে মিশে আছি তোমার বুকে।
তোমার পিপা্সু ওষ্ঠ,তোমার বাঁকা চাহনি,
তোমার নিশিকালো কেশ,তোমার কোমল দুটি হাত-
আমাকে উন্মাদ করে দেয়,অদ্ভুত ভালোবাসায়।
আমার এ নীল বালিশ তোমাকে স্মরণ করে দেয়,
তোমাকে সঙ্গপানে কাছে পেতে আর তোমার দেহায় দেহান্তরে।
কোন এক জোছনা ভরা অনিদ্রিত রাতে,
শুধু তুমি আর আমি অভিসঙ্গে-
আমার এ নীল বালিশে মাথা লুটাব।
জোছনার আলো পড়বে আমাদের গায়ে,
যেন এ জোছনা নয়- এটা ভালোবাসার কোন সওগাত।
অপেক্ষায় আছি,এমন এক জোছনা রাতের, আমরা-
আমি আর আমার প্রিয় নীল বালিশ।
-(মাতাল কবি)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।