আমাদের কথা খুঁজে নিন

   

কেন যে বিয়ে করলাম



আমার দোস্ত নান্টু। বয়স ২৮ এর কাছা কাছি। ছুটিতে বাড়ি যাবে। বিয়ে করবে। বিয়ে নিয়ে তার অনেক কৌতূহল।

তার বউ কেমন হবে। বিয়ের পর বউ কে নিয়ে কোথায় কোথায় বেড়াতে যাবে ইত্যাদি ইত্যাদি...। এক মাস পর দোস্ত বাড়িতে গিয়ে ধুম দাম করে বিয়ে করলো। প্রায় দোস্তের সাথে ফোনে কথা হয় । বিয়ে দুই দিন পর দোস্ত বলতেছে...বিয়ে যে এত মজা আগে জানলে আর ও ৩/৪ বছর আগেই বিয়ে টা করে পেলতাম।

আর ও কত যে তারিপ লিখে শেষ করা যাবে না। তাই লিখলাম না। বিয়ের এক দেড় মাস পর। দোস্ত কে কল দিতেছি দোস্ত ফোন রিসিভ করেনা। অনেক বার ট্রাই করার পর দোস্ত ফোন রিসিভ করে আমার সাথে পিস পিস করে কথা বলতেছে।

দোস্তকে বল্লম কি হল দোস্ত পিস পিস করে কথা বলিস কেনও। তুমি অসুস্থ না কি। দোস্ত বলতেছে। অসুস্থ হলে তো ভালোই থাকতাম। দেখিস না মোবাইল রিসিভ করে কথা বলার ক্ষমতা টা পর্যন্ত আমার নাই।

কেনও যে বিয়ে করলাম দোস্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।