আমাদের কথা খুঁজে নিন

   

কাঠ ফাটা গরমে জিভে জল আনা পোস্ট দিয়ে সবাইকে কিঞ্চিত কষ্ট না দিয়ে ঠান্ডা ঠান্ডা এমন পোস্ট দিলাম যা দেখলেও ঠান্ডা লাগে, শান্তি লাগে, আআআআহ্‌হ্‌হ্‌.......

...
কাঁচা আমের ঠান্ডা শরবত উপকরণঃ ১। কাচা আম ২ টি ২। চিনি ৩ টেবিল চামচ (বা পছন্দ মত) ৩। শুকনা মরিচ ১টি ৪। সাদা গোল মরিচ ২টি ৫। পুদিনা পাতা ৭-৮ টি ৬। বরফ কুচি ২ কাপ যা যা করতে হবেঃ >আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। >শুকনা মরিচ ও গোল মরিচ টেলে আলাদা আলাদা গুড়ো করে নিন। > শুকনা মরিচের গুড়া ছাড়া সব উপকরণ ব্লেন্ড করুন >নামিয়ে ছেঁকে জগে ঢালুন এবং তাতে শুধু ঘ্রাণের জন্য এক চিমটি শুকনা মরিচের গুড়া দিয়ে নাড়ুন। > গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।