আমাদের কথা খুঁজে নিন

   

আইন ও শালিস কেন্দ্রের ভূমিকা ও কিছু কথা



এতদিন আমার ধারনা ছিল আইন ও শালিস কেন্দ্র সত্য ন্যায়ের পক্ষে কাজ করে থাকে কিন্তু আমার ধারনা পাল্টে গেছে আমার বন্ধুর স্ত্রীর ব্যাপারটির বিষয়ে । আমার বন্ধুর স্ত্রীর নাম ছবি আর বন্ধুর নাম সাঈদ ওদের ঘর সংসারের বয়স ১০ বছর আর ওদের একটি ৮ বছরের মেয়েও আছে এমতাবস্হায় ওর স্ত্রী ওকে তালাক দিয়ে(অন্যের প্ররোচণায় যার নাম দেলোয়ার বাড়ী টাঙ্গাইল সখিপুরে যার আম ও বাওকুলের বাগান আছে আর তার স্ত্রী ও দুটি সন্তান আছে)চলে গেছে । যাওয়ার সময় বাসায় যাকিছু ছিল সব নিয়ে গেছে এমনকি তার নামে (বন্ধুর স্ত্রীর) আমার বন্ধু ৩ শতাংশ সাভারে জায়গাও রেজি: করে দিয়েছিল তার কাগজপত্রও নিয়ে গিয়েছে শুধু এতটুকুতেই শেষ না, যাওয়ার পর উল্টো আমার বন্ধু নামে আইন ও শালিস কেন্দ্রে মামলা করেছে । এর শুনানিতে ওদেরকে মুখোমুখি করা হয়েছিল আমার বন্ধু এতকিছুর পরও স্ত্রী ও মেয়ের দিকে তাকাইয়ে আবার সংসার করার ইচ্ছা পোষন করেছিল কিন্তু আইন ও শালিস কেন্দ্রের মহিলা উকিল ওকে এ ব্যপারে কোন সহযোগিতা দেয়নি বরং ওকে আরো ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেছে । এই যদি হয় এই কেন্দ্রের সেবা তাহলে আমার বলার কিছু নেই । আমি এ ব্যাপারটি আমার এক বন্ধুর সাথে শেযার করলে বন্ধুটি বললেন ঐ কেন্দ্রের কোন উকিলেরই ঘর বা সংসার নেই এমনকি এর প্রতিষ্টাদাতারও ঘর বা সংসার নেই সুতরাং ঘর বা সংসারি লোকদেরকে এরা পছন্দ করে না ।তারাতো এরুপ ব্যবহার করবেই ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।