ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
-আবু মকসুদ
অন্তরে অক্ষর বিলাপ, কিছু শব্দের বিভ্রাটে
তাদের চৈত্রমাসে বিপর্যস্ত হরপ্পার নদী
হেতালের লাঠি ডাক দিলে ক্লিভেজ ঘাম
গড়িয়ে পড়ে, ইশারায় পটুত্ব সারে অক্ষম যুবতীরা
নুন কাঁচালঙ্কা আর দুধভাতের স্বাদ নিয়ে যুবকেরা
পৌছাতে পারতো দ্রোপদীর কালে, একালে কর্পোরেট মিডিয়া
রটনাবিলাসী হুজুগে বাঙ্গালীকে খাওয়ায় পান্তা ইলিশে
গল্পের খোঁজে ডিঙ্গা ভাসালে পেয়ে যাই বেহুলারে
আর লখিন্দরের ভেলায় ধনুকভাঙা পণ নিয়ে
বসে থাকে চাঁদসওদাগর, প্রতিশোধস্পৃহায় জেগে
উঠলে তাদের তহবিল উজাড় করে শুরু হয় দান দক্ষিণা
নিজেকে ধনী ভেবে আত্মতৃপ্ত হলে প্রেতেরা অট্টহাসি
হেসে থামিয়ে দেয় গতি ও আকাঙ্ক্ষাকে
তখন আহত নির্বোধকে ঐতিহ্য ভেবে হাতে নেয় মঙ্গল প্রদীপ
ঐতিহ্যকে খুঁজে পাবে আত্মান্বেষণে, মেকি হুজুগে
অজন্তা-ইলোরাও প্যাচিয়ে নেবে মিডিয়া মাকড়সা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।