আমাদের কথা খুঁজে নিন

   

মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।

ইন্টারনেটের হাতেখড়ি হওয়ার শুরুর দিকে ইউজ করতাম সেই ব্রিটিশ আমলের ইন্টারনেট এক্সপ্লোরার। যার একই রং ও রূপে আর সেই সাথে তুলনামূলক কম স্পিডে কিছুটা ছিলাম বিরক্ত। ঠিক তখনই আবিষ্কার করি মজিলা ফায়ারফক্স। এইটা ব্যবহার করে একে বারে প্রেমে পরে যাই।

আর এর একটা দিক, এর এড ওয়ান গুলো এবং এদের জটিল জটিল ফিচার যা সব কিছুকে সহজবোধ্য করে তুলে। তাই এক কথায় যদি বলি মজিলার এড ওয়ান গুলোর ব্যবহার ঠিক যেন নিজের বাড়িকে ইচ্ছে মত রাঙানোর মত করে আনন্দ পাওয়ার মত। Facebook PhotoZoom আজকাল Facebook ইউজ করেনা এমন মানুষ পাওয়া সত্যই কঠিন। আর এই ফেসবুকে একটা দরকারি দিক হচ্ছে ছবি। এই এড ওয়ান আপনাকে কোন ছবি দেখার জন্য তার উপর ক্লিক করার কষ্ট কমিয়ে দেবে কারণ এই এড ওয়ান ইনষ্টল করলে আপনার শুধু ছবির উপর মাউস রাখলেই হবে।

যার ফলে ছবি আপনা আপনিই বড় হয়ে ভেসে আসবে। IDM CC আমি নেটে প্রচুর ডাউনলোড করি। আর এটা হয়তো প্রায় সবারই জানা ডাউনলোড ম্যানেজারের ক্ষেত্রে IDM সর্বোত্তম। এই এড ওয়ানটা আসলে শুধু মাত্র IDM ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন। IDM CC এর সহায়তায় আপনি যে কোন অডিও ভিডিও ফাইল ডাউনলোড করতে পারবেন।

এটি আপনার কাঙ্ক্ষিত ফাইলের পাশে একটি আইকন তৈরি করবে যাতে আপনি ক্লিক করলেই IDM তা আপনাকে ডাউনলোড করে দিবে। WOT আহা ৷ এর কথা আর কি বলব। এক কথায় অসাধারণ একটি এড ওয়ান। যার সাহায্যে আপনি বুঝতে পারবেন কোন ওয়েব এড্রেস টি আপনার জন্য ক্ষতিকারক। কারণ কোন ক্ষতিকর ওয়েব এড্রেসে চলে গেলে WOT সাথে সাথে আপনাকে সতর্ক করে দেবে এছাড়া ও এটি কোন ক্ষতিকর লিংক কে সনাক্ত করে আপনাকে সর্তক করে দেবে।

এর তিন ধরণের রং আপনাকে আপনার ক্ষতি মুক্ত ওয়েবে যেতে সহায়তা করবে। Xmarks এটি আপনার বুকমার্ক,হিস্ট্রি,পাসওয়ার্ড ইত্যাদি সংরক্ষণে সহায়তা করবে। এর নিজস্ব ওয়েব সাইটে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করলে আপনি আপনার উপরোক্ত সমস্ত তথ্যাদি পেয়ে যাবেন। এর আর একটি দিক হলো এটি শুধু মজিলারই ব্যাক আপ রাখে না ,সেই সাথে এটি আপনার ইন্টারনেট এক্সপ্লোর,গুগল ক্রোম,সাফারি ইত্যাদির এ ব্যাক আপ রাখে। সুতরাং কোন কারণে আপনার পিসি ফরমেট দিলে ও এইসব সকল তথ্য অক্ষত থাকবে।

FEBE এর কাজ ও অনেকটা Xmarks এর মত,কারণ ,সকল ধরণের ডেটা সংরক্ষণ করে তবে পার্থক্য হলো এটি আপনার Firefox এর ডেটা শুধু সংরক্ষণ করবে মানে এর হিস্ট্রি,পাসওয়ার্ড,থিম,এড ওয়ানস,বুকমার্ক সব। তবে এর ব্যাক আপ আপনাকেই রাখতে হবে নিদিষ্ট কোন এক ফোল্ডারে,তবে সেই ফোল্ডার কখনই সি ড্রাইভে সেফ করবেন,কারণ করলে পিসি ফরমেট দিলে সবই চলে যাবে। SkipScreen আমরা প্রায় সবাই ফাইল হোস্টিং সাইটগুলোর ওয়েটিং টাইম এর শিকার হয়েছি। এই ওয়েটিং টাইমের প্যারা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চাইলে এই এড ওয়ান টি ব্যবহার করতে পারেন। তবে এটি যে সব হোস্টিং সাইটকেই যে বুড়ো আঙুল দেখা তা নয় কিন্তু,শুধু মাত্র Rapidshare,zShare.Mediafire,Megaupload, Sharebee, Depositfiles, Sendspace ইত্যাদি আরও বেশ কিছুকে বুড়ো আঙুল দেখায়।

Similar Web আমরা প্রায়ই একই ধরনের ওয়েব এড্রেস খুঁজে থাকি,যেমন আপনি কোন মিউজিক ডাউনলোড সাইটে গেলেন,তো চাচ্ছেন হয়তো এরকম আরও কয়েকটি সাইট। এই এড ওয়ানটি আপনাকে সাহায্য করবে আপনাকে একই ধরনের আরও ওয়েব খুঁজে বের করার জন্য। Greasemonkey আমি মাঝে মাঝে কিছু স্ক্রিপ্ট ইউজ করি যে গুলোর জন্য আপনার এই এড ওয়ানটি লাগবে। যেমন একটি স্ক্রিপ্ট ইউজ করি যেটি আমাকে বলে যে কে আমাকে ফেসবুক থেকে ডিলিট করলো তা। আপনি চাইলে এটির সাহায্যে মেগা-আপলোড থেকে কিছু ডাউনলোড করতে পারবেন,এই সংক্রান্ত পোষ্ট আপনি বিডি আইডলের ব্লগে পাবেন।

আপনি স্ক্রিপ্ট গুলো পেতে পারে এই খানে। FasterFox আমরা প্রায়ই এসাইনম্যানট এর জন্য আর্টিকেল খুঁজি। এটি আপনার এই খোঁজা খুঁজির কাজকে আরও তাড়াতাড়ি করে দেবে। এটি গুগল,উইকিপিডিয়া সহ আরও দু একটি সাইট থেকে সিমিলার কনটেন্ট খুঁজে এনে দিবে আপনাকে। Bengali Bangladesh Dictionary এটি আপনার বাংলা বানানের ভুল ধরতে সহায়তা করবে এবং সেই সাথে সঠিক বানানের সাজেশন দিবে।

AutoPager আমরা প্রায়ই গুগল বা অন্য যে কোন ওয়েবে জিনিস খোঁজা খুঁজি করি। যার ফলে প্রায় সবসময়ই আপনাকে Next এ ক্লিক করতে হয়। এই এড ওয়ার আপনাকে এই বিরক্তি থেকে মুক্তি দিবে এবং সাথে সাথেই অন্য পেজ অটো লোড করে দিবে। Adblock Plus এটি আপনাকে ওয়েবের বিরক্তিকর বিজ্ঞাপন থেকে মুক্তি দিবে সেই সাথে পেজ দ্রুত লোড হতে সহায়তা করবে। Element Hiding Helper for Adblock Plus এমন অনেক বিজ্ঞাপন আছে যার সবটুকু হয়তো সম্ভব হয়না ব্লক করা এই এড ওয়ান আপনাকে এড ব্লকের সহায়তায় সেই কাজটি করে নিবে এবং আপনার ব্যান্ডউইথ বাঁচাবে।

Cool Previews আপনার হাতে হয়তো এখন সময় খানিকটা কম আবার ওয়েব এড্রেসটা ও দেখা জরুরি। এই সমস্যা থেকে মুক্তি পেতে ও আপনার কিছুটা সময় বাঁচানোর তাগিদ নিয়ে এর সৃষ্টি। এর সাহায্যে আপনি ওয়েবে না গিয়েও শুধু মাউস পয়েন্টার রেখে ঐ ওয়েবটি দেখতে পারেন। আরও কিছু এড ওয়ান যে গুলো আমি আগে ব্যবহার করতাম Search Preview আমরা গুগলে প্রায় সব সময়ই কিছুনা কিছু খুঁজি। এই এড ওয়ানটি আপনাকে সেই জিনিস তথা ওয়েবে ঢোকার পূর্বেই আপনাকে ওয়েবের চেহারা দেখায় দিবে।

Video Downloader Helper যাদের IDM নেই তারা এর সাহায্যে ইউ টিউব থেকে ডাউনলোড করতে পারেন। Webmail Notifier এটির সাহায্যে মেইল আসলে আপনি তা ব্রাউজার থেকেই জানতে পারবেন। Torrent Finder Toolbar এটির সাহায্যে আপনি টরেন্ট ফাইল খুঁজতে পারেন। Down Them All এটি ফায়ারফক্সের নিজস্ব ডাউনলোড ম্যানেজার। যার সাহায্যে আপনি মজিলা দিয়েই ডাউনলোড করতে পারবেন।

Padma ইউনিকোড সাপোর্টেড না এমন ওয়েবের কিংবা পত্র-পত্রিকার(যেমন:যায়যায়দিন,আনন্দবাজার পত্রিকা ইত্যাদি) বাংলা লেখা পরতে আপনি চাইলে একে ব্যবহার করতে পারেন। Cooliris ব্রাউজারের ছবিকে 3D আকারে দেখতে চাইলে এটি ব্যবহার করতে পারেন। Fire Torrent ফায়ারফক্স দিয়ে টরেন্ট নামাতে এটি ব্যবহার করতে পারেন। যেই সব এড ওয়ান আপনার ব্রাউজারের গতি কমিয়ে দিতে পারে অতি সম্প্রতি মজিলা প্রকাশ করেছে যে বেশ কিছু এড ওয়ান যা আপনার ব্রাউজারের গতি কমিয়ে দিতে পারে। সেই গুলোর লিস্ট দিলাম : 1. FoxLingo- Translator/Dictionary: ট্রান্সলেটের কাজ করবে।

2. Firebug: বিভিন্ন স্ক্রিপ্ট এডিট এ সাহায্য করবে। 3. AntiWeather : আবহাওয়া জানাবে। 4. FlashGot : একটি ডাউনলোড ম্যানেজার। 5. FoxClocks : সকল দেশের টাইম জানাবে। 6. Foxy Tunes : এটা আপনার মিডিয়া-প্লেয়ার কন্ট্রোল করবে এবং গানের লিরিকস্ খুঁজতে সহায়তা করবে।

7. Video DownlodHelper 8. Faster Fox- Browse Faster 9. Xmarks Sync 10. SimilarWeb- Find the Best Sites on the Internet

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।