আমাদের কথা খুঁজে নিন

   

স্ব প্নে র পো র্ট-অ প্রিন্স

আমি সেই নক্ষত্রের অপেক্ষায় থাকব চিরকাল

না সি র আ হ মা দ রা সে ল এখন আমিও, কবিতার মত নৈঃশব্দের মালা গাঁথি হৃদয়ের গহীন নীড়ে। সুতীব্র যন্ত্রনার অদৃশ্য দহন জ্বলে পুড়ে দগ্ধ করে; সজোরে চিৎকার দিয়ে ওঠে, ছুঁয়ে যায় আকাশের প্রান্ত সীমায়; প্রভূর প্রার্থিত সান্নিধ্যে। চারদিকে অন্ধকার , হাইতির ভূমিকম্পের মত মূহুর্তেই দুলে ওঠে, চুরমার হয়ে যায় স্বপ্নের পোর্ট-অ প্রিন্স। আমি ভাবতে পারিনা! আমি বিশ্বাস করতে পারিনা ! আমি কাঁদতে পারিনা ! কান্না শোনার মত কেউ একজনও অবশিষ্ট নেই বিধ্বস্ত ধ্বংসস্তুপের এই শহরে। আমি স্বপ্ন দেখতে পারিনা! স্বপ্ন দেখলেই অগনিত দুঃস্বপ্ন এসে হানা দেয়; আমি কবিতা লিখতে পারিনা সুন্দরের স্বপ্নীল পাখিরা ডানা মেলে দিগন্তে উড়তে পারেনা ; কারণ আমি নিজেই আজ একটি জীবন্ত কবিতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।