আমাদের কথা খুঁজে নিন

   

Hiren`s boot CD যারা ব্যবহার করছেন kindly একটু দেখবেন কি………??



ব্লগ পড়ে বা ইন্টারনেটের বিভিন্ন সাইটে ঢুঁ মেরে হিরেন বুট সি.ডি’র ব্যবহার সম্পর্কে একটু-আধটু জানলাম। কিন্তু তাল হারিয়ে গোল বাধলো ডাউনলোড করতে গিয়েই। বন্ধুরা যারা বিভাগীয় শহরে আছেন, তারা হয়ত ওয়াইম্যাক্স এর কল্যাণে ভালই আছেন। কিন্তু বিপাক শুধুই আমার মত মফস্বলের নেট ব্যবহারকারীর। প্রথম তো রিসেন্ট ভার্সনের (13.2-450 MB) সাইজ দেখেই ভড়কে গেলাম।

তারপর খুজে খুজে কিছু পুরোনো ভার্সন (9.5-97MB) সাহস করে ডাউনলোড করেই নিলাম। ও-মা……..!! বিড়ম্বনা তাতেই বুঝি পিছু ছাড়ে……….!!! যেটা ডাউনলোড করলাম, সেটা ছিল .rar file. Extract করতেই key bord patch (folder), boot cd.txt, changes-94-95.txt, net link, আর একটা iso ফাইল পেলাম। বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে যতটুকু ধারনা পেয়েছিলাম তার উপর ভিত্তি করে শুধুমাত্র iso ফাইলটি nero দিয়ে burn kore নিলাম dvd তে। কিন্তু, এটা দিয়ে কিছুতেই পি.সি boot করতে পারছিনা। হিরেন বুট সি.ডি সম্পর্কে যারা জানেন kindly বলবেন, কি করে বুট করতে পারি এই সি.ডি(dvd) দিয়ে।

(বিঃ দ্রঃ- এর রিসেন্ট ভার্সনের সাইজ দেখে টাস্কী খেলেও আশা ছাড়িনি। idb বা elephant roade এ পাওয়া যায় কি-না? কারো জানা থাকলে জানাবেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।