আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদ-সূর্য হ্যান্ডশেক করে আড়মোড়া দেয়

রোদ ভেঙ্গেছে আজ।
রপ্ত করা ঈশ্বর ছবি হাই তুলে ঠেলে দেয় একদলা নরকের কালসিটে কণিকা । কাঁধ ভেংগে ঠাঁই মেলে না অসভ্য সময়ের শুক্রাণু । ছড়ানো অহমিকা ঘন হয়ে নেমে আসে শৈশবের ক্লান্ত ডাংগায় । চাঁদ-সূর্য হ্যান্ডশেক করে আড়মোড়া দেয়,এগিয়ে যায় রণ পা'ড়ের শস্যাষ্ণু সংবিধানে ।

এইতো আমাদের পৃথিবী । হাড়-মাংস ছেপে থাকে লোহিত জলের বিরাণ নালায় আর শেষ স্তরে সাজায় অর্থহীন জোৎস্না । সামাজিক ঘুমের জাগ্রত চোখ মাছ হয়ে হেঁটে বেড়ায় কোমল বৈশান্ধের সূচারু পথে । গর্তে গর্তে জমে অপ্রার্থিত জল । সব বিধান মানে না শান্ত আকাশের নীচে বিকেলের লাল আলো ।

প্রকৃতির ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।