আমাদের কথা খুঁজে নিন

   

কিউবির এম্যেইজিং অফার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি।

সাত সকালে সবার জন্য একটা সুখবর। ইন্টারনেট ব্যাবহার কারিদের জন্য দারুন অফার। এই রকম ওফার মনে হয় আর কোন ইন্টারনেট প্রভাইডার দেয় নাই। গত কয়েকদিন ধরে আমরা কিউবি ইউজাররা ডাবল স্পিড পাচ্ছিলাম।

ধারনা ছিল এটা বুঝি ওদের মেইন্টেনেন্সের জন্য হয়েছে কিংবা সাময়িক। আজ কিউবি অফিসিয়ালি ঘোষনা করল আগে যারা যে সকল প্যাকেজ ইউজ করতেন তারা এখন তার চেয়ে ডাবল স্পিড পাবেন। আর্থাৎ আগে আমি যেখানে কন্সট্যান্ট ৩০ কেবি স্পিড পেতাম সেখানে এখন ৬০ কন্সটেন্ট পাচ্ছি। আর কি লাগে। অল থ্যাংক্স টু কিউবি ফর দিস এম্যেইজিং অফার।

আর আরেকটা মজার তথ্য আগে কিউবি সার্চ দিলে গুগলে পাকিস্থানের কিউবি আসত। এখন প্রথমে বাংলাদেশের কিউবি আসে। সুত্রঃView this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।