আকাশ ভরা গাঙচিল
বুক পকেট-২
বুক পকেটে কালো অন্ধকার
জোনাক জ্বলে না অহোরাত্র,
ত্রাসের বিভীষিকার সময়
ঐ অন্ধকার বুক পকেট সুহৃদ,
ভোর হয় না কখনো
ভেঙ্গে যায় না নিকষ আঁধার,
ঘোর লাগা মায়ায় আচ্ছন্ন বুক পকেট
ঐখানেই ভালবাসা, সেথায় অভিমান,
সূর্যের লালিমায় কাতর বুক পকেট
তন্দ্র যায় না ঘোর অমাবশ্যায়,
সেখানে শুধু রাত
প্রাগৈতিহাসিক ভালবাসার কালো রাত।
ছবি: ইন্টারনেট থেকে
[গত ক দিন নেটে বসিনি। সে সুযোগে কিছু লেখালেখি করেছি। এর মধ্যে ’বুক পকেট’ শিরোনামে কিছু কবিতা লিখেছি। আমি ঠিক জানি না কেমন লিখেছি তবে লিখছি এখনো, নতুন এবং সুন্দর কিছু লেখার আশায়।]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।