আমাদের কথা খুঁজে নিন

   

এখন দরকার দল-মত নির্বিশেষে কাজ করা



আমাদের জাতীয় প্রবৃদ্ধি তলানিতে এসে ঠেকেছে। বিদেশী বিনিয়োগ নেই। দেশী উদ্যোক্তারা নানা প্রতিকুলতায় দিশেহারা। শেয়ার বাজার নানা চক্রান্তে টাল-মাটাল। জনসংখ্যা বাড়ছে, বাড়ছে না সম্পদ।

গ্যাস নেই খনিতে। বিদেশী শ্রমিক এবং চাকরিজীবীদের আকস্মিক দেশে ফেরত; তাই অনিবার্যভাবে বিদেশী রেমিট্যান্স সংকট। সভ্যতা টিকিয়ে রাখার জন্য শ্রম নেই বিশারদদের। শিল্প-সিনেমা-সংস্কৃতিতে সৃজনশীলতা নেই; অনেক বছর হতে চলেছে আমরা বিখ্যাত কোন কবি-সাহিত্যিক-দার্শনিক-অভিনেতা পাই নি! রাজনৈতিক বিদ্বেষ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দিচ্ছে না; ফলে ব্যক্তি এবং সামগ্রিকভাবে আমরা পিছিয়ে পড়ছি দ্রুত বিশ্ব-দৌড় থেকে। সহিষ্নু মানসিকতা নিয়ে আবার এক হবো সবাই।

আমি খুবই আশাবাদী মানুষ; তাই স্বপ্ন দেখি- Coming together is a beginning; Keeping together is a progress; Working together is a success.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।