সব মানুষ আসলে ভবঘুরে। এই ভবঘুরে জীবনে পথকে করেছি আপন । সেই জীবন পথের কিছু প্রতিচ্ছবি উঠে এসেছে আমার ক্যামেরায়।
এই তো কয়েকদিন আগে পত্রিকায় পড়লাম খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪ জন নিহত হয়েছে এবং ৩০ জনের মতো আহত । পড়ে আতঁকে উঠলাম ।
এত সুন্দর জায়গা..চারিদিকে সবুজ আর সবুজ...সবুজের মাঝখানে সুউচ্চ পাহাড়ী টিলা । গত মাসের ২৪-২৬ মার্চ গিয়েছিলাম খাগড়াছড়ি । সাথে শ্যালক শান্তু এবং ইয়াদ । কমলাপুর বাস কাউন্টার থেকে এস.আলম বাসে উঠেছিলাম ২৫ তারিখ রাত ১২ টার দিকে । বাসে উঠেই ঘুম ।
খুব ভোরে ঘুম ভেঙে দেখি বাসের বাইরের দৃশ্যপট পরিবর্তন হয়ে গিয়েছে । বাস এগিয়ে চলছে আঁকা বাঁকা পাহাড়ী পথ ধরে । চোখ জুড়িয়ে গেল । শাঁই শাঁই করে পেরিয়ে গেলাম সবুজ উপত্যকা । এক সময় বাস আমাদের নামিয়ে দিল পর্যটন মোটেলের সামনে ।
মোটেলটি খুব সুন্দর । পাশেই চেংগী নদী । ভ্রমণকারীদের জন্য সবধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে । নাস্তা সেরে একটু বিশ্রাম নিয়ে চলে গেলাম খাগড়াছড়ি শহরে । খাগড়াছড়ি শহরে এসে একটি অটো ভাড়া করলাম ।
অটো-এর ড্রাইভারই আমাদের গাইড । প্রথমে গেলাম আলুটিলা । আলুটিলা খাগড়াছড়ির একটি প্রধান পর্যটন কেন্দ্র । আলু টিলা থেকে সমগ্র খাগড়াছড়ি শহর দেখা যায় । আলুটিলায় রয়েছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গুহা ।
গুহাটি প্রায় ১০০ মিটার লম্বা এবং পাহাড়ের পাদদেশে অবস্হিত । বেশ খাড়া সিঁড়ি ভেঙে গুহার মুখে আসলাম । আগেই এন্টি ফি ৫ টাকা দিয়ে নিয়েছিলাম তিনটি মশাল । মশাল জ্বালালাম । গুহার ভিতর বেশ ঠান্ডা ।
একটা ঝিরি বয়ে চলছে গুহার ভিতরে । মশাল হাতে নিয়ে গাইডের পেছন পেছন গুহায় ঢুকলাম । প্রকৃত এডভ্যান্চোর-এর স্বাদ পেলাম । প্রায় মিনিট বিশেক পরে গুহা থেকে অন্য পথ দিয়ে বের হয়ে পড়লাম ।
রিছাং ঝর্ণা : খাগড়াছড়ির রানী বলা যায় রিছাং ঝর্ণাকে ।
সুউচ্চ পাহাড় থেকে নেমে এসেছে রিছাং ঝর্ণাটি । রিছাং ঝর্ণা পর্যন্ত যাওয়া বেশ কষ্টকর । বেশ খানিকটা পথ ট্যাকিং করতে হয় । চড়াই উৎরাউ পার হতে হয় । কিন্ত,ঝরণার জলে একবার গোসল করলে সব অবসাদ দুর হয়ে যায়..
আলুটিলা থেকে খাগড়াছড়ি শহর
আলুটিলা গুহার অভ্যন্তরে ।
রিছাং ঝর্ণার পথে ।
রিছাং ঝর্ণা
চেংগী নদী
নিউজিল্যান্ড
বিকালে চলে এলাম শহরের প্রান্তরে অবস্হিত নিউজিল্যান্ড-এ । চারিদিকে নীলচে পাহাড় মাঝখানে সবুজ ধানের ক্ষেত । এখানে একসময় একটি ক্যাফেটেরিয়া ছিল । আমরা গিয়ে পাইনি ।
সিস্টেম: খাগড়াছড়ি শহরে অবস্হিত একটি উপজাতী রেস্টুরেন্ট ।
দেখতে দেখতে দিন ফুরিয়ে এল খাগড়াছড়িতে । চলে এলাম আবার সেই কোলাহলপূর্ণ ঢাকায় কিন্তু মনের মনিকোঠায় রয়ে গেল একটি সতেজ অনূভূতি ।
খাগড়াছড়ি ভ্রমণের আরো ছবি ও ভ্রমণ বিষয়ক তথ্য জানতে হলে লগ ইন করুন ।
ফোকাস বাংলাদেশ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।