আমাদের কথা খুঁজে নিন

   

আর কত দিন নজরবন্দি থাকতে হবে?

আমি এক সৈনিক নিয়মিত দৈনিক নিখেছিনু কবিতা খোয়া গেল সব ই তা

কয়েক দিন আগে সামুতে এক ব্লগারের আর্তনাদ দেখিলাম(পড়িলাম), তাকে সামু আইওয়াশ করে ৭ দিনের বদলে ১০ দিনে প্রথম পাতায় লেখার সুযোগ দিয়েছে। সেই ব্লগারের কপাল খুবই উচু দরের। কারন আমি তার লেখা প্রথম পাতায় পেয়েছি ১০ দিন পরে হলেও।তার সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আরো যে সব নতুন ব্লগারের আগমন ঘটবে, তাদের কি হবে? তারা কি আমার মতই ৭ দিনের সপ্তাহ ১১ দিনে পার করবে? এতে করে প্রথমেই সামুর উপর তাদের বাজে ধারনা হবে। যা অনুচিত। এতে করে নতুনদের সাথে সাথে পুরানো ব্লগারাও ভালো ভালো কমেন্ট মিস করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।