আমাদের কথা খুঁজে নিন

   

লাল নীল সংসার

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.

সেদিনের কথা ভাবো, তুমুল মেজাজ খারাপ করে তুমি আমাকে পাশ কাটিয়ে চলে গিয়েছিলে। আমি তোমার চলে যাওয়া দেখতে দেখতে বেহায়ার মত হে-হে করে হেসেছিলাম। তুমি বলেছিলে “আর কোনওদিন আপনার সামনেই আসবো না” আমি বলেছিলাম “আমার সামনে যেদিন আসবে, সেদিন যেন মনে থাকে!” মনে পড়ে? যেদিন দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েছিলে আমার বুকে আমি শপথ নিয়েছিলাম তোমার কালো চোখে আর বিষাদের কাজল আঁকবোনা। তুমি বলেছিলে “বারবার এত কষ্ট না দিয়ে একেবারেই মেরে ফেলতে পারো না?” আমি বলেছিলাম “এইই শেষ, আর কোনওদিন কষ্ট দেবোনা, প্রমিজ!” আমাদের স্বপ্নদেখা শুরু হলো সেইদিন যেদিন তোমার হাত নিলাম আমার হাতে, আমার ঠোঁটে পান করলাম তোমার ঠোঁট। আমাদের লাল-নীল সংসার পাতি রিক্সার হুডের নীচে নাহয় তুলীনদের বাসার পেছনের সেই বারান্দায়! আমি কিন্তু এরপরের সবটুকু ভুলে গিয়েছি শুধু মনে রেখেছি আমাদের স্বপ্নের সেই সংসার।

কথা দিয়েছিলাম পাহাড়ের ধারে বাড়ি বানাবো আমাদের ঝর্ণায় স্নান সেরে ভালোবাসবো কাঠের ঘরের মেঝেতে। আমি আজও সেই পাহাড় খুঁজে বেড়াই, যেখানে থাকবে আমাদের ঝর্ণা আর ছোট্ট একটা জঙ্গল। আমি বারান্দায় বসে বই পড়বো, আর তুমি আমার কোলে মাথা রেখে গান গাইবে! আমি কথা দিয়েছিলাম তাই, একদিন ঠিক সেই ঘর বাঁধবো। আমাদের ঘর। আমি জানি সেদিন তুমি ফিরে আসবে।

আমার কাছে। আমাদের স্বপ্নের ছিমছাম সংসারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।