বলি আমি এই হৃদয়েরে, সে কেন জলের মত ঘুরে ঘুরে একা কথা কয়
আমার সব লেখাগুলি কেমন যেন একই টাইপের। ভালো লাগছেনা, মন খারাপ, বিষন্নতা এইসব হাবিজাবি দিয়ে বোঝাই। বৃত্ত থেকে বেরোতে পারছিনা। খুব চেষ্টা করছি যে তাও অবশ্য না। চেষ্টা করা উচিত ছিল।
ব্লগে এইসব লেখার বেইল নাই। বেইলপূর্ণ লেখার কিছু বৈশিষ্ট্য আছে। আমাকে দিয়ে হবেনা। আমার শুধু মন খারাপ হলেই লিখতে ইচ্ছে হয়।
কোন নিঃসঙ্গতা বেশী কষ্টের? মানসিক, নাকি শারীরিক? দুটোই ফিজিওলজিক্যাল।
অথচ আমি ভদ্রসমাজে বলতে পারবো না, আমি মানসিক ও শারীরিক একাকীত্ব বোধ করছি। বললেই আমি পারভার্ট। যদিও আমার একাকীত্ব ভদ্র এবং রুচিশীল। একা লাগছে বলেছি, বলিনি সবাই দৌড়ে আসুন সঙ্গ দিতে। তারপরও সবকিছুতে ভ্রু কুঁচকানো হল আমাদের স্বভাব।
আমার ভালো লাগেনা। মন খারাপ থাকলে পার্সোনালিটি হল না। দেখাতে হবে যে আমি একজন মহাসুখী মানুষ। পরম আনন্দে আমার জীবন পরিপূর্ণ। এটা একটা কথা হল?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।