আমাদের কথা খুঁজে নিন

   

টেক সেদিন এবং আজকাল

পেশায় নাবিক নেশায় যাযাবর

খুব ছোট বেলায় বাবার উপর বেজায় রাগ ছিল । অভিযোগ অনেক । খেলতে দেয় না , সব কার্টুন দেখতে দেয় না আরো কত কি ? কিন্তু এখন ভাবি কি বোকাই না ছিলাম । প্রথম যখন কম্পিউটার দেখি আবাক হয়ে দেকতাম মনিটর টাকে । ভাবতাম কি জিনিস বানাইছে আল্লাহ্ ।

কিছুদিন পরে বুজলাম আসলে কীবোর্ড টাই হলো কম্পিউটার । অনেক দিন পর এক বড় ভাই বললেন নিচের বক্সটা হলো CPU এবং আসল কম্পিউটার । এই ধারোনাটা বহন করেছি অনেক বছর। এখনো মনে পড়ে ১৯৯৮ সালে বাসে করে চট্রগ্রাম থেকে ঢাকা আসছি এসি বাসে । আমার বাম পাসে এক ছাত্র যাচ্ছে ।

তার কোলে তাওল পেচানো একটি বস্তু । তার এক সঙ্গি ড্রাইভারকে বলছে ভাই আমরা একটা হার্ডডিস্ক নিয়ে যাচ্ছি গাড়ি যেন বেশি লাফালাফি না করে । ঐ সময়েতো শীততাপ নিয়ন্ত্রিত রুম ছারা কম্পিউটার চিন্তাই করা যেত না । আর সেই রুমে যেতে হবে খালি পায় । আর কম্পিউটার কেনার আগে বাসায় এসি অবশ্যই লাগাতে হবে।

২০০৩ অথবা ২০০৪ সালে মালায়সিয়া থেকে ছোট ভাইয়ের জন্য একটি পেন ড্রাইভ এনেছিলা ২৫৬ মেগাবাইট । শুনে ছিলাম বন্ধু মহলে তার, মানে আমার ভাইয়ের মুল্য বেরে গিয়েছিল । এবার তার জন্য ১ টেরা বাইট একটা হার্ড ডিস্ক এনেছি । কিন্তু তার মনে ঐ রকম খুশি দেখলাম না যেটা দেখেছিলাম ২৫৬ মেগাবাইট পেন ড্রাইভ দেবার সময়। আজ খুবই অবাক হই যখন দেখি আমার সারে চার বছরের ছেলে নিজে কম্পিউটার অন করে , গেম খেলে, গান শুনে আবার ShutDown করে ।

আমার মরহুম আব্বাজানকে ধন্যবাদ । তার কারনেই কম্পিউটার নামের বস্তুটির সাথে অনেক আগেই আমাদের বন্ধুত্ত হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।