আমাদের কথা খুঁজে নিন

   

বাস বৃদ্ধির দাবিতে রাবিতে অবরোধ

কয়েকশ শিক্ষার্থীর অবরোধের কারণে রোববার দুপুর ২টার নিয়মিত বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি।
প্রায় আধা ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রক্টর তারিকুল হাসান মিলন পরিবহন দপ্তরের সামনে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক সাইয়েদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিদিন বিভিন্ন রুটে প্রায় ৪০টি বাস যাতায়াত করে। তবে অধিকাংশ বাস মেরামত করা প্রয়োজন।
তাছাড়া অতিরিক্ত বরাদ্দ না থাকায় নতুন বাস কেনা সম্ভব হচ্ছে না বলে জানান সায়েদুজ্জামান।


উপ-উপাচার্য অধ্যাপক সারওয়ার জাহান বলেন, টাকা পয়সা না থাকার কারণে প্রশাসনের সকল চেষ্টা পণ্ড হচ্ছে।
পরিবহন সমস্যা দূর করতে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেয়া হবে বলে জানান উপ-উপাচার্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকশ শিক্ষার্থীরা বাস বৃদ্ধির দাবিতে পরিবহন দপ্তরে গেলে তাদের সঙ্গে কর্মকর্তাদের বাগবিতণ্ডা শুরু হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা প্রতিবছর পরিবহন খরচের জন্য তিনশ টাকা করে দেন। অথচ গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয় পরিবহনে নতুন কোন বাস সংযুক্ত হয়নি।


গত কয়েকদিন ধরে কয়েকটি রুটের নিয়মিত বাস চলাচল করছে না। প্রশাসনও নষ্ট বাসগুলোর মেরামত না করায় শিক্ষার্থীদের পরিবহন সংকটে পড়তে হচ্ছে।
শিক্ষার্থীরা আরো জানান, ২০১১ সালে ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে আসার পর দুইটি বিআরটিসি দোতলা বাস উপহার দেন।
কিন্তু তিন মাসের মাথায় তা নষ্ট হয়ে গেলেও সংস্কারের কোন উদ্যোগ নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।