আমাদের কথা খুঁজে নিন

   

পটল মশাই



পটল মশাই পটল ডাঙ্গার পটল মশাই পটল খেতে তার জুড়ি নাই, তাইতো রোজ হাট বাজারে পটল কিনেন ঝুড়ি ভরে। পটল ভাজি, পটল ভর্তা পটলের হোক তরকারি, পটল ছাড়া রান্না হলেই মুখখানা তার বেজায় হাঁড়ি। পটলচেঁড়া চোখ নয় তার নয় পটানো মুখের হাসি, পটল নামটা দিয়েই মাসি সেই যে হলেন স্বর্গবাসি। পটল ক্ষেতে যাননা তিনি চাননা তুলতে পটল ভুলে, তার বয়েসের অন্য সবাই সুযোগ পেলেই পটল তুলে! পটলডাঙ্গার পটল মশাই ঘুরেন এখন ব্লগ পাড়ায়, মজার মজার মন্তব্যে তাই পটল চাষে ফলন বাড়ায়। উৎসর্গঃ সামুর প্রিয় ব্লগার "পটল" এর সৌজন্যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।