আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোস-৭ থেকে উপভোগ করুন ম্যাক স্নো লেপার্ড এর মজা ।


আজকের পোস্টটি একটা ট্রান্সফরমেশন প্যাক (STP)নিয়ে । এটা ব্যাবহার করে উইন্ডোস ৭ থেকে ম্যাকের স্নো লেপার্ড (Mac OSX 10.6) ফীল পাওয়া যাবে। আমি এর আগেও উইন্ডোসের সকল ভার্সন এর জন্য ম্যাক লুক আনার থীম নিয়ে পোস্ট করেছিলাম । এখন এটা ব্যাবহার করার পর আর ঐটা ভালো লাগে না। এটা ইন্সটল দিলে যা করবেঃ ১) থীম ,আইকন স্নো লেপার্ডে পালটে দিবে।

২) লেখার ফন্ট আরো মসৃণ (Smooth) করবে। ৩) তাড়াতাড়ি কোন লোকেশনে বা সফটওয়্যার চালু করার জন্য একটা ডক প্যালেট থাকবে যা রকেট ডক নামে পরিচিত। ৪) Y’z শ্যাডো আনবে। এটা আপনি চাইলে আলাদা ডাউনলোড করতে পারেন (শুধু ডক প্যালেট) ৫) নোটিফিকেশন সাউন্ডে পরিবর্তন আনবে। আর এসবকিছু দেখতে হলে আপনার পিসিতে উইন্ডোস ৭ ইন্সটল থাকতে হবে।

আর ইন্সটলের সময় যে চারটা মুড আসবে সেখানে Complete দিয়ে নিবেন । আর এটা যেহেতু একটা ট্রান্সফরমেশন প্যাক মাত্র তাই একেবারে ম্যাক আশা করটা অনুচিত হবে। যেমন ম্যাকে ক্লোস বাটন উবুন্তুর মত বামে থাকে আর এটায় থাকে উইন্ডোসের মত ডানে। আর অনেকেই পিসি স্লো হওয়া নিয়ে দুশ্চিন্তা করেন। আমার পিসিতে ২ জিবি র‍্যামে সাধারণভাবে চলার সময় ২৭% কাজ করত আর এটা ইন্সটলের পর প্রায় ৩২% মেমোরী নেয় ।

পিসি এখনো আগের মতই চলে। কোন সমস্যা হয় না। ডাউনলোড করতে নীচের ফ্লো-চার্ট দেখুন । নীচের ডাউনলোড লিঙ্কে ক্লিক > ফ্রী ইউসার ডাউনলোড > ৩০ সেকেন্ড অপেক্ষা > create download link > ডাউনলোড । ডাউনলোড
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।