চলে যাবো অনেক দুরে অজানা অখিল যেথায়
চুপি চুপি উকি দেব দাগ কাটা মনে, কথা মালার ইশারায় ।
জানি ভুলে যাবে অনেকে সময়ের উজানে
মায়া বীজ বুনে গেলাম হৃদয়ের জমিনে
দেখি কার মনে চারা গজায় কচি পাতার সবুজে
মনে রেখে পথ চেয়ে খুজে ফেরে আমাকে।
মায়াজাল চেপে ধরে প্রিয় সঙ্গের শুন্যতায়
হৃদয় চুয়ে নোনা জল ধেয়ে আসে আখি বেয়ে অঝর ধারায়।
ইস এমন করে পারতাম যদি মায়ার জাল বুনতে
ভালোবাসায় ডুবে যেতাম ধন্য আমি, ক্ষীণ এই জীবনে
আমি বড় অভাগা পারিনি কোনো মন বাঁধতে
আশা তবু ছারিনি, যদি পারি কারো মনে আমার ছবি আঁকতে।
---- ফয়েজ উদ্দিন শাকিল
( http://www.faij.co.cc/ )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।