আজ সকাল সাড়ে ১১টা র দিকে পুরাতন বিজনেস স্টাডিজ ভবনের সামনে দুই শিক্ষার্থীকে বেধড় পিটিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জাকির গ্রুপের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিশুক সরকার ও রুপক পুরাতন বিজনেস স্টাডিজ ভবনের সামনে দাড়িয়ে কথা বলছিল। এমন সময় ছাত্রলীগের কয়েকজন কর্মীরা ইভটিজিংয়ের দোহাই দিয়ে তাদেরকে রড দিয়ে পিটাতে শুরু করে পরে তাদের সাথে ছাত্রলীগের আরো দশ বারোজন কর্মী যোগ দেয়। ছাত্রলীগের কর্মীরা হলেন, ব্যবস্থাপনা বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র আজিজুল হাকিম দিনার, একাউন্টিং বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র সিফাত আহমেদ ও রিয়াদুর কুমার। প্রথমে রাজনীতি করেননা বললেও পরে তারা জাকির গ্রুপের সদস্য বলে স্বীকার করেন। আহত শিক্ষার্থীরা হলেন, ভূগোল ও পরিবেশ বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মিশুক সরকার ও ৫ম সেমিস্টারের শিক্ষার্থী রুপক। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. অশোক কুমারের কাছে অপরাধীদের শাস্তির ব্যাপারে জানতে চাওয়া হলে ঢাকা রিপোর্ট ডট কমকে জানান, প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকির গ্রুপের তিন কর্মীকে পুলিশের হাতে সোপর্দ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।