আমাদের কথা খুঁজে নিন

   

= কয়েকটা দোয়েলের কথা =

বাঙলা কবিতা

গভীর সমুদ্রের উদ্দেশ্যে তোমার মহাশূন্যে উড়ে ওঠার পর ৩,৩০,০৪,৮০০ সেকেন্ড অতিক্রান্ত হয়েছে; অবশ্য, ভৌগোলিক গোঁজামিল এসে চুরি করে নিয়েছে কমপক্ষে ৪৩,২০০ সেকেন্ড! তোমাদের ব্লু বনেট আর আমার শাপলা; জলে ও ডাঙায় ব'সে কাঁদছে; যেন ওরা জমজ বোনই ছিলো, চলচ্চিত্রের এক নিষ্ঠুর স্ক্রিপ্ট রাইটার তার কল্পনাবিলাসী-স্বেচ্ছাচারী মনে তাদের বিচ্ছিন্ন করে দিলো উদ্বোধনী দৃশ্যের অব্যবহিত পরেই! অতিশৈশবে পরষ্পরকে হারিয়ে ফেলা দুইবোন, কেউ আর চিনতে পারছে না কাউকে। তোমাদের মকিংবার্ড কেমন সুরে গায়, সত্যি জানি না আমি; দেখতে কিন্তু দোয়েলের সাথে কোথায় যেন একটা মিল পাওয়া যায়। হলফ করে বলতে পারি, ১৬, ৫০, ২৪,০০০ সেকেন্ডের মধ্যে কোনও দোয়েলের গান শোনোনি তুমি। কী আশ্চর্য! এই তো সেদিন, একটা দোয়েল আমাকে দেখেই তারস্বরে চেঁচিয়ে উঠলো : সে কোথায়? সে কোথায়? সে কোথায়? প্রায়শঃই এখানে সেখানে, মাঠে-ময়দানে, কয়েকটা দোয়েল খুব জ্বালাতন করে মারছে আমাকে! আজকাল যে-কোনও দোয়েলের মুখোমুখি হতে গেলেই ভীষণ বিব্রত লাগে আমার; তোমাকে ওরা কী যেন একটা গান শোনাতে চায়; অ-চর্চায় সুর ভুলে যাবার শঙ্কা রয়েছে, যেন-বা; তাই এতো তাড়া ও তাগিদ। পরবর্তী সাক্ষাতে তোমার প্রসঙ্গ এলে, আমি তখন কী বলবো, ওইসব দোয়েলের কাছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।