উম্মম্ম
ভারতীয় টিভি চ্যানেল জি বাংলাকে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। জি বাংলায় প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় প্রচারিত হচ্ছে সিরিয়াল ‘কেয়া পাতার নৌকো’। সিরিয়ালটির প্রমোতে প্রচার করা হচ্ছে শাওনের ‘না মানুষী বনে’ অ্যালবামে গাওয়া ‘লীলাবালি লীলাবালি’ গানটি। কিন্তু গানটি ব্যবহারের জন্য শাওনের সঙ্গে কোনোরূপ আলোচনা কিংবা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি চ্যানেলটি। এমনকি চ্যানেল কর্তৃপক্ষ অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের সঙ্গেও কোনো আলোচনা করেনি বলে জানা গেছে।
আর তাই খুব শিগগিরই জি বাংলাকে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন শাওন। নোটিশের উপযুক্ত জবাব না পেলে মামলা করবেন বলেও জানান তিনি।
শাওন বলেন, ‘আমি নিজেও জানতাম না, আমার গান কোনো অনুমতি ছাড়াই তারা ব্যবহার করছে। সাত দিন হলো বিষয়টি আমি জানতে পারি। আমার গাওয়া গান ব্যবহার করা হচ্ছে অথচ আমি এর কিছুই জানি না।
প্রতিবেশী একটি দেশ হিসেবে তাদের কাছে তো কিছুটা সৌজন্যতাবোধ আশা করতেই পারি। ওদের এমন আচরণে বেশ অবাক হয়েছি। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে যথাযথ জবাব চেয়েই শিগগিরই আমি উকিল নোটিশ পাঠাব। যদি প্রত্যাশিত জবাব না পাই, তাহলে মামলা করতে বাধ্য হব।
’
শাওন আরও জানান, গানের প্রমোটি দিনে না হলেও ২০ বারের বেশি প্রচার করা হচ্ছে। ‘কেয়া পাতার নৌকো’ নামের এই সিরিয়ালটি প্রযোজনা ও পরিচালনায় করছেন শৈবাল বেনার্জি।
সূত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।