আমি ৫০০৯৩ নম্বর ব্লগার
কি যে ভাল লাগছে! আজ আমি মুক্ত বিহঙ্গ এক। এক রঙিন পাখাওয়ালা প্রজাপতির মত শুধু উড়বো আজ আকাশে আকাশে, বিকালের সোনা রোদ গায়ে মেখে। এক অনাবিল সুখ-অনুভূতিতে মনটা ভরে উঠছে। কোথাও আমার হারিয়ে যেতে আজ নেই মানা। প্রতিদিন নিয়ম করে অফিস করা, প্রতিদিন শত শত কাজ করা।
প্রতিদিন নির্মম সব নিয়মের বেড়াজালে নিজেকে নিষ্পেষিত করা। এগুলো করতে করতে অফিসটাই হয়ে গেছে প্রেম। এই অফিসের সাথেই প্রত্যেক বিকালটাই ডেটিং করে কাটাতে হয়। ডেটিং না বলে জুলুম বলাই ভালো। কিন্তু মাঝে মাঝে ওই জুলুম থেকে রেহাই পাওয়ার জন্য মনের বিরুদ্ধে এটাকে ডেটিং বলে চালিয়ে দেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।