আমাদের কথা খুঁজে নিন

   

কোচ ভাবনায় ওয়াকার-ইনজামাম!

ক্যাচাল ভালো লাগেনা ক্যাচাল মুক্ত ব্লগ ক্যাচাল করতে চাইলে মেইল করেন md_naeem_islam@ovi.com অথবা ক্যাচাল ফেবুতে করতে চাইলে www.facebook.com/md.naeem.islam2

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের জন্য স্পেশালিস্ট কোন কোচকেই চাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলের কোচের তালিকায় ওয়াকার ইউনুস ও ইনজামাম-উল- হকের নামও আছে বলে তথ্য মিলেছে। বিসিবি’র শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াকার এবং ইনজাজামামও বাংলাদেশ দলের কোচের দৌড়ে আছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, ‘যেহেতু নতুন কোচ নিয়োগ দিতে হবে। তাহলে ওয়াকার-ইনজামামকেও ভাবনায় রাখতে দোষ কী? আলোচনা যেহেতু সবার সঙ্গেই করতে হবে তাই সুযোগ বুঝে এই দু’জনের সঙ্গেও কথা বলা যেতে পারে। ওয়াকার পেস বোলার আর ইনজামাম ব্যাটসম্যান। যেহেতু স্পেশালিস্ট কাউকেই বিসিবি চাচ্ছে তাহলে ওয়াকার-ইনজামামই নন কেন? তাদের সঙ্গে কথা বলে যদি বনি-বনা হয় তাতে খারাপ কি?’ ওয়াকার-ইনজামামের সঙ্গে সৌরভ গাঙ্গুলির কথাও বিসিবিতে আলোচিত হচ্ছে। কারণ বিশ্বকাপের আগে জাতীয় দলকে খণ্ডকালীন চুক্তিতে সৌরভকে আনার কথা প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু শেষ পর্যন্ত সৌরভের অনিচ্ছার কারণে হয়নি। সূত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।