আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনা যখন বাস্তব।

িনেজেক সবার িবিলেয় েদয়ার মত সুখ অন্য িকছুেত েনই।

পড়ন্ত বিকেলের ঝিরঝিরে বাতাসে ছায়াঢাকা পুকুড় পাড়ে একা আনমনা বসে স্বচ্ছ পানিতে মাছের খেলা দেখতে-দেখতে যা ভাবছিলাম ভালই লাগছিল। এমন সময় ডানা ঝাপটিয়ে উড়ন্ত একটি বক এসে পড়ল পুকুড় পাড়ে পানির কিনারে। সাদা ধবধবে বকটি দেখে মনে মনে তখন কল্পনা তথা আশার সঞ্চার হলো। আহা! বকটি যদি যে কোন উপায়ে ধরতে পারতাম তাহলে রাতের খাবারে আমি একা মানুষের জন্য (বাড়ির সবাই বেড়াতে যাওয়ায় একা হয়ে গিয়েছি) ভাল একটা মেন্যূ হইত।

আমি একদৃষ্টে বকটির দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ,দেখছিলাম বকটি কি করে/কিভাবে মাছ শিকার করে এবং অনুভব করলাম বকটি সহসা উড়ে যাওয়ার কোন সম্ভাবনা আছে কি-না। পানির কোল ঘেঁষে ছোট মাছ শিকারে ব্যস্ত বকটি। আমার মনের কল্পনাকে বাস্তবে রুপ দেয়ার জন্য ধীরে-ধীরে উঠে বাসায় গিয়ে জাল (মুখজাল/ঝাকী জাল) নিয়ে আসলাম। পুকুড় পাড়ের (পুকুর পাড়টি পানি থেকে ২/৩ ফুট উঁচু) যে কিনারে পানির ধারে বকটি মাছ শিকারে ব্যস্ত আমি ঠিক তার উল্টোদিক থেকে(চার/পাঁচ ফুট পিছনে পুকুড় পাড়ের আড়াল থেকে) স্বজোরে জালটি ছুড়ে মারলাম বকটির উপর এবং আমার আকাঙ্খিত ধবধবে সাদা বকটি আমার জালের ভীতর আটকা পড়ল! আলহামদুলিল্লাহ্। আমার খুশী আর দেখে কে! খুশীমনে রাতের খাবারের মেন্যূতে আকর্ষণীয় আর একটা আইটেম যোগ করলাম।

মনে মনে সৃস্টিকর্তার অনেক প্রশংসা করলাম আর ভাবলাম হয়তো হালাল বলে সৃষ্টিকর্তা সেদিন আমার জন্য ধবধবে সাদা বকটি প্রেরণ করেছিলেন রাতের খাবারের মেন্যূ হিসেবে। মাঝে-মধ্যেই আমার ভাবনার খোরাক হয়ে দাড়ায় সেদিন আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনাটি। সেদিনের উড়ন্ত বকটি দেখে মনে-মনে যা কল্পনা করেছিলাম মহান সৃষ্টিকর্তা তা বাস্তবে রুপ দিয়ে দেখিয়ে দিলেন তিনি সব মানুষের মনের ভাষা বুঝেন এবং তিনিই সর্বময় ক্ষমতার অধিকারী (সুবহানাল্লাহ্)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।