রামকানাই পন্ডিত
কি লাভ, বলো!
শীতের সকালে কুয়াশায় ঢাকা আকাশে-
একটু খানি সোনালি রোদ্দুর ছড়িয়ে।
স্বপ্নের উদ্দ্যানে মৃত গোলাপের বীজ বুনিয়ে।
কি লাভ বলো, ভালবেসে!
দমকা হাওয়ায়, একটু খানি হৃদয় দোলানো
মনের মাঝে ভালবাসার রঙ ছড়ানো-
চোখের কোণে, আনন্দ অশ্রু ঝড়ানো।।
কি লাভ বলো?
ঠোটের কোণে এক চিলতে হাসি
কথার খেলায় অবুঝ মাতামাতি
ক্লান্ত চোখে তাকিয়ে দেখা-
বোবার ভাষায় কথা বলা
স্বর্গ সুখে হারিয়ে যাওয়া।
কী লাভ, বলো?
একদিন তো স্মৃতিই হবে
নিঝুম বনে হারিয়ে যাবে
কথার শহর ঘুমিয়ে রবে-
বোবা কান্না সঙ্গী হবে ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।