ব্লগ পড়তে দারুন ভালো লাগে..কিন্তু লিখতে পারিনা
সময় গুলো চলে যায়.....আমার কাজ ফুরোয়না। আজ ক'দিন ব্লগেও বসা হয়না। ব্লগ পড়াও হয়না। সকাল থেকে ভাবছি কি করব। নানু বাড়ী যাব .....নিজের কিছু কেনাকাটা আছে।
সারাদিনে ছোট ভাইটার সাথেও কথা হয়নি একবার।
মাঝে মাঝে সময় আবার ফুরাতে চায়না। বড় একগেয়েমী লাগে। চারপাশ কেমন যেন ভারী হয়ে উঠে।
বিকেলে চলে আসি নানু বাড়ী।
বাসায় যাইনা অনেকদিন। হোসটেলে আর ভাললাগেনা। বুয়ার হাতের রাননা খেতে খেতে হাঁপিয়ে উঠেছিলাম। আজ সকালে তাই নিজেই ররাধুনি। অনকে পড়াশোনা জমা হয়ে গেছে।
সেপ্টেম্বর থেকে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা।
আমার সময় যায়......আমার সময় যেন কাটেওনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।