আমাদের কথা খুঁজে নিন

   

IDM Fake serial এর জ্বালায় ভুগছেন। চিকিৎসা আছে নিচে আসুন। (টেকি মুর্খ কতৃক একটি ব্যাফক টেকি পুস্ট)

তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতিরাতে, বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে

টেকি ভাইরা না আসলে ভাল হয় কারন এটা শুধু আমার মত টেকি বিষয়ে অশিক্ষিতদের জন্য। নিচে আসুন / / / / / / / যারা IDM(internet download manager) ব্যাবহার করেন তারা প্রায় সবাই প্যাচ পুচ দিয়ে এটাকে জেনুইন করার চেস্টা করেন। কিন্তু কিছুদিন পরই দেখা দেয় বিপত্তি । ' this copy of IDM is registered with a fake serial number" এই ম্যাসেজের জ্বালায় অতিষ্ট হতে হয় । তখন আর কিছু করার থাকেনা।

একসময় উইন্ডোজ সেটাপ দিতে হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিচের পদ্ধতি অনুসরন করুন। প্রথমে আপনার কম্পিউটার থেকে IDM আনইন্সটল করুন। তারপর কম্পিউটার রিস্টার্ট দিয়ে সেইফ মুডে চালু করুন। (সেফ মুডে চালু করার জন্য কম্পিউটার স্টার্ট করার সময়F8 কি চাপুন ) কম্পিউটার চালু হলে নিচের ধাপ গুলো অনুসরন করুন Start> Run>type REGEDIT windows registry editor ওপেন হবে Click Hkey local machine> software "Internet download manager" folder টি খুজে বের করুন।

এবার এটাকে ক্লিক করুন, ডান পাশে কতকগুলো ফাইল দেখা যাবে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। ডিফল্ট নামে একটা ফাইল ডিলিট নাও হতে পারে। সমস্যা নাই। অন্য ফাইল গুলো ডিলিট হলে এবার কম্পিউটার রিস্টার্ট দিন। পুনরায় IDM ইন্সটল করুন প্যাচ পুচ যা ইচ্ছা দিয়ে জেনুইন বানান।

আর মজা নিন। তবে কম্পিউটারের অটো আপডেট টা বন্ধ করে দিতে ভুলবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।