আমি জানি ভাগ্যের সাথে সাক্ষাত হবে' কোথাও মেঘের মাঝে থেকে। সেটা যার জন্য আমি যুদ্ধ করি' ঘৃণা করি না। সেটা যার জন্য আমি পাহাড়া দিই। আমি ভালবাসি না! আমার দেশ বাংলাদেশ আমার বাংলাদেশীরা গরিব। কেউ পছন্দ করবে না' তাদের ক্ষতি করার বা- ছেঁড়ে দিতে আগের চেয়ে সুখী অবস্থায়! না আইন' না দায়িত্ব, আদেশ কর লড়াই করতে! নয় জনসাধারণ' নয় উজ্জ্বল মেঘ। এমন কি হর্ষ ধ্বনি ছোড়া একাকী, একটি আনন্দ মধ্যে বিক্ষোভ' যাও ঘটেছে এই প্রৈতি মেঘে! আমি সব সুষম করি; সব বয়ে মনে আনি, বছরটি আসবে মনে হয় দমের বর্জ্য পদার্থ, একটি দমের বর্জ্য পদার্থ এর পিছনে' বছরটি ভারসাম্য হয় জীবনের সাথে, ...এই মৃত্যু!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।