দেশকে ভালোবাসি
কাফরুল থানাধীন উত্তর ও দক্ষিণ কাফরুল এবং ইব্রাহিমপুর এলাকাটি ১৬ নং ওয়ার্ডের অন্তভূক্ত। এখানে অন্যান্য এলাকার মতোই নাগরিক সমস্যার শেষ নেই। অপরাধী আর সন্ত্রাসীদের আখড়া ছিল একসময়। ২০০৫ সালের কথা। কাফরুলের নানা অব্যবস্থার মাঝেও সত্য সুন্দর আলোর দিশারী হয়ে স্বপ্ন বিভোর একদল তরুণ একত্রিত হয়।
গড়ে তোলে ধারাপাত নামে একটি সংগঠন। উদ্দেশ্য 'জ্ঞান অর্জনের মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকশিত করা, আত্মসচেতনতা, দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করা। সে লক্ষ্যকে সামনে রেখে ঐবছরের জানুয়ারি মাসে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহযোগিতায় ৯৪৫ দক্ষিণ ইব্রাহিমপুরের একটি ভাড়া বাড়িতে গড়ে তোলা হয় ধারাপাত পাঠাগার। বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহের পাশাপাশি বিভিন্নভাবে বইও সংগ্রহ করা হয়। বর্তমানে প্রায় দেড় হাজারের মতো বই রয়েছে পাঠাগারে।
প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এলাকাবাসীর জন্য এ পাঠাগার খোলা থাকে। এখন পাঠক সংখ্যা প্রায় ১ হাজার ২০০। এছাড়া ধারাপাত বিভিন্ন দিবসে দেয়ালিকা, পাঠচক্র, ভাষা চর্চা কার্যক্রম চালাচ্ছে। সংগঠনের উদ্যোক্তারা পাঠাগারের মধ্যে সীমাবদ্ধ না থেকে তিন বছর ধরে ধারাপাত চলচ্চিত্র চক্রের আওতায় এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য নিয়মিতভাবে আয়োজন করে যাচ্ছে চলচ্চিত্র প্রদর্শনীর। অতিসম্প্রতি ধারাপাত পাঠাগার ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়া, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, পাঠক-লেখক আড্ডা এবং ধারাপাত চলচ্চিত্র চক্র স্কুল ও কলেজ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর কর্মসূচি হাতে নিয়েছে।
ধারাপাত পাঠাগারটি পরিচালিত হয় শুধুমাত্র উদ্যোগতা,সদস্যদ ও সহযোগিদের আর্থিক সহযোগিতার মাধ্যমে। ধারাপাত পাঠাগার কিংবা ধারাপাতের কার্যক্রমের সাথে আপনিও যুক্ত হতে পারেন। আপনার বাড়িতে পড়ে থাকা কয়েকটি বই আরো সমৃদ্ধ করতে পারে পাঠাগারটিকে। লেখক, কবি, গবেষক ও সচেতন মানুষদের পদধুলি আশা করে ধারাপাত। আপনার দেয়া বই ও পরামর্শ ধারাপাতের অগ্রযাত্রাকে আরো গতিময় করবে।
দূরে থেকেও অনলাইনে যুক্ত থাকতে পারেন ধারপাতের সাথে। ধারাপাতের নানা অনুষ্ঠান আর কর্মসূচির খবর আপনি পেয়ে যাবেন অনলাইনে।
ধারাপাতে থাকুন। ধারাপাতের সাথেই থাকুন। একটি অঞ্চলের সামাজিক উদ্যোগকে সমৃদ্ধ করুন।
যোগাযোগ ও বই পাঠাতে ঠিকানা:
ধারাপাত পাঠাগার, ৯৪৫ দক্ষিণ ইব্রাহিমপুর, শিমুলতলা, কাফরুল, ঢাকা ১২০৬।
ফোন : ০১৭১৬০২৮২০২
ইমেইল :
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।