সময় খুব কম, যত পারেন ভালো কাজ করুন
সদ্যই ১ নং আসনটি যার কাছে হারিয়েছেন তাকেই বোল্ড আউট করে শুরু করলেন নিজের আইপিএল ক্যারিয়ার। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি বর্তমান বিশ্বের ২ নং ওয়ানডে অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের কথাই বলছি।
গতকাল কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে সাকিবের অভিষেকটা ছন্দময়ই হলো। অভিষেকেই ২ উইকেট নিয়ে সাকিব জানিয়ে দিলেন তাকে কিনে নাইট রাইডার্স ঠিক কাজটিই করেছে।
আইপিএলের মতো টুয়েন্টি-২০ টুর্নামেন্টে যেখানে ব্যাটসম্যানদের হাতে নির্মমভাবে বোলারদের মার খাওয়াটা একটা স্বীকৃত ব্যাপার সেখানে সাকিব অনেকটাই সফল। ৪ ওভার বল করে মাত্র ৩১ রান খরচায় ২ উইকেট। এটা তার যোগ্যতারই প্রমাণ।
আশা করি সাকিব যেভাবে গতকাল ওয়াটসনকে বোল্ড করে আইপিএলে নিজের জায়গা পোক্ত করলেন ঠিক সেভাবেই আবার ওয়াটসনকে সরিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের ১ নং আসনটা পুনরুদ্ধার করবেন খুব শীঘ্রই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।