পত্রিকা খুল্লেই প্রতিদিন মনটা খারাপ হয়ে যায়। নষ্ট খবরে ভরা। দুর্নীতি , খরা, বন্যা, ধর্ষণ, মোল্লাদের 'তালেবানি' চিৎকার, রাজনিতিকদের নির্লজ্জ নোংরামি আর তেলবাজি, হত্যা, গুম, ক্রস ফায়ার,... এই অভাগা দেশ টার হবেটাকি? এর মধ্যেই আকবর -এর খবরটি নিয়ে এল নতুন আশার আলো।
হে আকবর তুমি আমাদের মত তথাকথিত অকালকুষ্মাণ্ড শিক্ষিতদের শেখালে আসল শিক্ষা কি জিনিস। আমাদের লজ্জায় ভাসালে, আমাদের ঠুনকো জ্ঞানের গরিমাকে ভেঙ্গে দিলে আজ।
ঘরে ঘরে জ্বেলে দিলে জ্ঞানের প্রদীপ শিখা নিঃস্বার্থ ভাবে, আমাদের চোখে তোমার ওই 'ক্ষুদ্র' জ্ঞান দিয়েই। আমাদের এই মেকী 'বিশাল জ্ঞানই' আজ কি নিতান্তই তুচ্ছ ও ক্ষুদ্র তোমার কাছে। তুমি তোমার ওই ক্ষুদ্র জ্ঞানে দেশ সেবার যে উপলব্ধিতে নিজেকে বিলিয়ে দিয়েছ, তখন আমাদের মত ডিগ্রির তকমা-ধারীরা আমাদের 'নিজের ভালটা' ছাড়া বুঝিনি অন্য কিছু।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের আকবর আলী তার ওই মহৎ জ্ঞান দিয়ে, আমাদের বিবেক কে নাড়াল আজ নিদারুণ পরিহাসে। আকবর, আমাদের অক্ষমতাকে ক্ষমা কর তুমি।
জয়তু আকবর। সালাম তোমায়।
< সকল পাঠকদের কাছে অনুরোধ রইল, 'প্রথম আলোর' খবরটি পড়তে ভুলবেন না। যারা খবরটি পড়েননি , তাদের জন্য খবরের অংশ বিশেষ তুলে দিচ্ছিঃ
"টাকার অভাবে নিজে লেখাপড়া শেষ করতে পারেননি, কিন্তু তাই বলে থেমে যাননি। শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন নিরক্ষর মানুষের মাঝে।
দীর্ঘ ১৩ বছর ধরে নিজ বাড়িতে ‘প্রজন্ম নাইট স্কুল’ স্থাপন করে অ আ ক খ শেখাচ্ছেন। শিক্ষার আলোর ফেরিওয়ালা এই যুবকের নাম আকবর আলী। প্রথম দিকে অনেকেই তাঁর এই কাজকে ‘পাগলামি’ বলতেন। এখন সবাই তাঁর প্রশংসা করেন, তাঁকে শ্রদ্ধা করেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের আকবর আলীর স্কুলের সুনাম ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়।
তাই এখন শুধু নিজ গ্রামে নয়, আশপাশের গ্রামে গিয়েও নিরক্ষরদের অক্ষরজ্ঞান দিচ্ছেন আকবর।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে তাঁতসমৃদ্ধ বল্লা গ্রাম। এ গ্রামে ঢুকলেই তাঁতের খটখট শব্দ সবার ব্যস্ততার কথা জানিয়ে দেয়। আর্থিকভাবে সমৃদ্ধ হলেও গ্রামের বেশির ভাগ মানুষ লেখাপড়া জানেন না। তা ছাড়া অসংখ্য তাঁতশ্রমিক কাজ করতে আসেন বাইরে থেকে।
তাঁদেরও প্রায় সবাই নিরক্ষর। এসব মানুষের অনেকেই আকবরের নাইট স্কুলে পড়ে লিখতে ও পড়তে পারছেন।
১৩ বছরে প্রায় ছয় হাজার লোককে অক্ষরজ্ঞানসম্পন্ন করে তুলেছেন আকবর। সাইকেলে গ্রামের হাটবাজারে ঘুরে নিরক্ষর লোক পেলেই তাঁকে নাইট স্কুলে নিয়ে আসেন তিনি। শিক্ষার আলো বিতরণের এই কাজটি আকবর করে চলেছেন বিনা পয়সায়।
"
বাকি টুকু পড়তে নিচের লিঙ্ক-এ ক্লিক করুন। >
খবর সূত্রঃ 'আকবর দ্য গ্রেট', প্রথম আলো (অনলাইন), সংখ্যা ১৬ এপ্রিল ২০১১
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।