আমাদের কথা খুঁজে নিন

   

শুভ নববর্ষ-১৪১৮



একটা কালসাপ টেলিফোন সেটের হাতলটাতে জড়িয়ে ছিলো কালো সাপ কার যেন হাত লেগেছিল, ওতেই রাগ অনুভূতি বদলাতে বদলাতে ত্বকের মাঝে গুটিয়ে গেল পুরো আস্তিন আমি আবার ভিন্ন হতে পারি না যা দেখি তা হতে, যা ভাবি তা হতে একপাল সাদা-কমলার ঢেউয়ে যতই দেখি লাল লাল গোলাকার বৃত্ত তার্পরও ভুলে যাই ওটা একটা কাল সাপ ছিল, কাল রাতেই ছিল হয়তবা শুভ নববর্ষ-১৪১৮ একটা ঢেউ ছড়িয়ে গেলে রাস্তায়, আলকাতরাগুলো ক্রমশ দেবে যেতে থাকে থেমে থেমে চাকা অনেক অনেক পাপড়ি ডানা মেলতে থাকে, পাখি হয়ে যায় পুরো শহরজুড়ে জ্যাম আর জ্যাম - তার্পরও আমি জানালাটা খুলে দেই শুনতে - বাদক দলের সুরে ডিসি হিলের পুরোনো গাছটায় ঠায় দাড়িয়ে থাকা কেউ একজন এখুনি বলে উঠবে শুভ নববর্ষ - ১৪১৮ ! বন্ধু তোমায় -

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।