ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনি তার ছেলে গুম হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি দায়ী করেছেন। ছেলেকে মুক্তি দেওয়া না হলে ১০ মিনিটের মধ্যে গোটা দেশ অচল করে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা এক সমাবেশ থেকে এ হুশিয়ারি উচ্চারণ করেন কমিটির চেয়ারম্যান মুফতি আমিনী।
তিনি বলেন, শেখ হাসিনাই যে এ কাজ করিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই।
চট্টগ্রাম ও যশোরে বাস্তবায়ন কমিটির দুই সদস্য নিহত হওয়ার ঘটনাতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন আমিনী।
তিনি বলেন, আমার ছেলেকে ছেড়ে না দিলে তার পরিণতি ভয়াবহ হবে। ১০ মিনিটের মধ্যে আমরা গোটা দেশ অচল করে দেওয়ার ক্ষমতা রাখি। আমাদের বেশি সময় লাগেনা এক ঘণ্টার কর্মসূচি ঘোষণা করে পুরোদেশ অচল করে দেওয়া সম্ভব।
আমিনীর ছেলে আবুল হাসানাত গত রোববার থেকে নিখোঁজ রয়েছেন।
এবার ক্ষমতাচ্যুত হলে ৫০ বছরের মধ্যে আওয়ামী লীগ দেশে ক্ষমতায় আসতে পারবে না বলেও ঘোষণা দেন আমিনী।
তার দল রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে চায় উল্লেখ করে আমিনী বলেন, ‘যে দলে টাকা ও গুন্ডা বেশি সে দলের হাতে ক্ষমতা থাকবে না। যাদের হাতে কোরান থাকবে তাদের হাতেই শক্তি ও ক্ষমতা থাকবে। ’
রাষ্ট্রীয়ভাবে সন্তানের পিতৃপরিচয় না রেখে সন্তানের মাতৃপরিচয়ে জোর দেওয়ার কঠোর সমালোচনা করেন তিনি।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতাদের আটক ও তাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়। সমাবেশ থেকে ২০ এপ্রিল ওলামা মাশায়েখ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহানগর সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কমিটির নায়েবে আমির আবদুল লতিফ নেজামী
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।