মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....।
৭ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যে ডাক দিয়েছিলেন তা বিশ্বের ইতিহাসে স্বরনীয় হয়ে আছে।
এরকম একটি দিনে এই প্রথম বাংলাদেশে হরতাল হচ্ছে।
এদিন সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। ৭ই মার্চে হরতালের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম।
রাজনৈতিক কর্মসূচীর অংশ হিসেবে আমাদের দেশে সখর রাজনৈতিক দলই হরতালকে বেশি পছন্দ করে। আওয়ামীলীগ কিংবা বিএনপি কিংবা জামায়াত বিরোধী দলে থাকলেই হরতাল দেন।
যেন প্রতিবাদের ভাষা, অসম্মতি জানানোর ভাষা, ঘৃণা প্রকাশের ভাষা কিংবা স্বার্থের বাইরে গেলেই না মানার ভাষা; সবই এই হরতাল।
কিন্তু বিশ্ব স্বীকৃত যে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ছিল বাংলাদেশের স্বাধীনতা আদায়ের প্রথম সোপান। বাঙ্গালীরা জেগে উঠেছিল, এই জ্বালাময়ী ভাষণ শুনেই। ইতিহাসবিদরা লিখেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তৎকালীন পাকিস্তান সরকারকেও দুঃচিন্তায় ফেলেছিল। বর্তমানে এই ভাষণ বিশ্বের শ্রেষ্ট ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজ সেই মহান ও ঐতিহাসিক দিন।
কিন্তু সব সম্ভবের এই বাংলাদেশে এই দিনে হরতাল পালিত হচ্ছে। সত্যিই বাংলাদেশ পারে। পারেও বটে! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।