কাছিম চরিত্র ধারন করিয়াছি..........
আরো একবার প্রমান হয়ে গেল। আত্মসর্মপন করলে ভালো থাকা যায়। ( যদিও এটাকে ভালো থাকা বলা যায় বলে কখনো মনে করিনি।)
যেহেতু আমার অনেক ঋণ
তোমাকে শামুকের খোলস থেকে বের করে এনেছি
বলেছিলাম-- মানুষের কসম-- নতুন কিছু পাবে
কেননা মানুষ ভালো আমি।
তুমি শুনলে, সেই পুরোনো সুনামের উঠোনে পা দিলে
আমি কৃতার্থ হলাম, নতুন পাঠ্য পেয়েছি ভেবে।
আমরা ভাসলাম-ভাঙ্গলাম, লজ্জার বাধ ভাঙলাম, মেনে নিলে
ব্যাংকের ক্রেডিট কার্ডের মত, কিছু অলেখ্য দায় যুগিয়ে।
এর পর তুমি বদলে গেলে, বললে--
এটা এমন কেন, ওটা তেমন কেন, তুমি যেন কেমন
সুনামের ভারে ন্যুয স্বপ্নগুলো কি তোমার ছিলো এমন!!
সুতরাং, আমি আবার ভেঙ্গেছি---
ভাঙ্গা হাড্ডিগুলো মেরুদন্ডের নিচে লুকিয়ে রেখে হেসে চলেছি
তুমি হেসে খেলে পিঠ চাপড়ে দিয়েছো
"এইতো বেশ ভালো রেখেছো,ভালো আছি"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।