আমাদের কথা খুঁজে নিন

   

কলম চুরি করতে গিয়ে ধরা খেলেন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেণ্ট!!!!!

অদ্ভুত পৃথিবী
কলম চুরি করতে গিয়ে ভিরেল টিভি ক্যমেরায় ধরা খেলেন চেক প্রেসিডেন্ট ভ্যাক্লাভ ক্লাউস। এ নিয়ে বিশ্বজুড়ে হৈ চৈ পড়ে গেছে। গত সপ্তাহে চিলি সফর করার সময় চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ও ক্লাউস যৌথ সংবাদ সম্মেলন করেন। ওই সময় পিনেরা চেক প্রেসিডেন্ট ক্লাউসের ভূয়সী প্রশংসা করছিলেন। পিনেরার মুখে যখন তার স্তুতি চলছিল ঠিক তখনই টেবিলে দেয়া কলমের বক্স থেকে একটি কলম তিনি হাতে তুলে নেন।

প্রথমে তা দেখার ভান করে দু’হাতে নাড়াচাড়া করেন। তারপর এদিক ওদিক তাকিয়ে ডান হাতে কলমটি নিয়ে দ্রুত হাত নামিয়ে ফেলেন টেবিলের নিচে। এরপর ডান হাত থেকে কলম চলে যায় বাম হাতে। বাম হাতে কলম নেয়ার পর তা তিনি হয়তো কোটের পকেটে না হয় প্যান্টের বাম পাশের পকেটে ভরে নেন। তারপর স্মিত হাসি দেন।

ভিডিও ও রেফারেন্স দেখে নিন এখান থেকে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।