আমাদের কথা খুঁজে নিন

   

এক দিনের জন্য বাঙ্গলী হলাম



ইয় টায় ঘুম থেকে উঠে টিএসসি গিয়ে আবার এক দিনের জন্য বাঙ্গালী গয়ে গেলাম । টেলিভিশন ছেড়ে চোখ ছানা বড়া । পহেলা বৈশাখের অনুষ্ঠানে ইরোপিয়ান গিটার ড্রামস্ ! শিল্পি আবার মিলা । দুঃখে ফেসবুক খুলে মনটাই ভাল হয়ে গেল। আমার নতুন বছরই সবচেয়ে ভাল কাটল বলে একনই ধওে নিলাম।

লাইনে আমার বন্ধু কিম সু ( ওর ইংলিশ নাম ডায়ানা) । শীতের ছুটিতে ও কোরিয়া বাংলাদেশে এসেছিল আমার দেশ দেখবে বলে । ভাল বন্ধু হয়ে গেছি আমার । যা হো সে অন্য কথা । ওকে বললাম বাংলঅ এনটিভি খুলতে ।

ও কিছু না বুঝেও মজা পাচ্ছে। কিন্তু আমি লজ্জা পাই মিলার বাজে গানে । র‌্যাপ দেয় ! আবার আই এ্যাম এ ডিসকো ড্যান্সার শুরু হল । একজন রুচি সম্পন্ন মানুষ কিভাবে মিলার গান শুনতে পারে তা আমার বোধগম্য নয় বলে এ বিষয়ে গবেষণা বাদ দিলাম। আফসোস মিলার মত বাদরকে দিয়ে াবশ্বকাপে সূচনা অনুষ্ঠানে গান গাইয়ে ভারতের দালালেরা সারা বিশ্বে বাংলাদেশকে ছোট কওে স্থাপন কওেরছে বলেই আমি মনে করি ।

পহেলা বৈশাখে আবার ও শয়তানি ! দেশের ভাবমূর্তি দেশের বাইওে অনেক উজ্জল হচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।