আমাদের কথা খুঁজে নিন

   

শুভ নববর্ষ – ১৪১৮......

স্বপ্নজীবি মানুষ দিয়ে আর কি বা হবে; স্বপ্ন দেখা ছাড়া!

ভিড় কাপড়ের দোকানে, ভিড় দর্জির দোকানে, এমনকি ভিড় মাছের বাজারেও...... সকল টিভি-রেডিও চ্যানেলে চলছে নববর্ষ উপলক্ষে নূতন বিজ্ঞাপন…… পুরো দেশটাতেই যেন এক উৎসবের আমেজ...... আর হবেই না কেন? কাল যে পহেলা বৈশাখ। এজন্য অনেকেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্তত: একটা দিনের জন্য হলেও বাঙালী হবার! ইশ্ বছরের প্রতিটা দিনই যদি হত পহেলা বৈশাখ! তবে যারা এখনো জিজ্ঞাসা করছেন ‘১৪ এপ্রিল এর Plan কি?’, তাদেরকে বলছি: “টাইট জিন্স-টি শার্ট এর বদলে ধুতি-শাড়ি পরে বিব্রত অবস্থায় পড়লে কিংবা Fried Chicken খাওয়া পেটে পান্তা-ইলিশ পড়ায় Direct Line হলে, দয়া করে কেউ বাঙালি ঐতিহ্যকে দোষ দিবেন না”। আর যারা টেলিভিশন-রেডিওতে সাক্ষাতকার দিবেন তাদের প্রতি অনুরোধঃ “ কালকের দিনটায় অন্তত: শুদ্ধ উচ্চারণে বাংলা বলুন।” আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়দের প্রতি অনুরোধঃ “কোথাও সাক্ষাতকার দেবার আগে অন্তত: জেনে যাবেন এইটা বাংলা কত সন?” না হলে অবস্থা হতে পারে বিশ্বকাপ ক্রিকেট এর উদ্বোধনী অনুষ্ঠানের মত! আর সর্বশেষ অনুরোধ আমাদের Djuice পোলাপানদের প্রতি: “ বাবারা, নতুন বছরের শুভেচ্ছা জানাতে SMS এ ‘শুভ নববর্ষ’ এর পরিবর্তে ভুল করে ‘Happy New Year’ লিখ না। নূতন বছরটা সবার জন্য আনন্দময় হোক... সাফল্যময় হোক..... এই কামনায় শেষ করছি। শুভ নববর্ষ – ১৪১৮। বিঃ দ্রঃ ব্লগটি আগে সোনার বাংলা ব্লগে প্রকাশিত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।