আমাদের কথা খুঁজে নিন

   

আজ ষষ্ঠ বছর, বাংলা স্টাইলে বাংলা নববর্ষ মিস করি কোরিয়া থেকে সবাইকে ১৪১৮ বাংলা নববর্ষের শুভেচ্ছা

রানিং এন্ড রানিং...

সেই ২০০৫, আমি সর্বশেষ বাংলা নববর্ষ পেয়েছিলাম বাংলাদেশে। তারপর ২০০৬ থেকে আজ পর্যন্ত অধরা হয়েই থাকলো। খুব মিস করি বিদেশে থেকে এই বাংলা নববর্ষ । পত্র পত্রিকাতে নববর্ষের ছবি, ইন্টেরনেটে নববর্ষ উপলক্ষে বিভিন্ন চ্যানেলে নাটক দেখেই মনে শান্তি আনার ট্রায় করি, সাথে থাকার চেষ্টা আরকি । সর্বশেষ সবচেয়ে স্মরনীয় বাংলা নববর্ষ উদযাপন করেছিলাম, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যলয়ের ছাত্র ছিলাম ।

আমরা পান্তা-ইলিশের একটা স্টল দিয়েছিলাম সব ক্লাসমেটরা মিলে। ব্যাপক লাভ না করলেও লস হয়নি। পরে ওই লাভ দিয়ে কি করছি এখন না হয় নাই বলি । কোরিয়াতে কোনভাবেই এইটা উদযাপন করার কোন উপায় নেই, সুযোগও নেই । এই দিনে আমরা কিছু বাংলাদেশী স্টুডেন্ট একসাথে কিছু বাংলা আবহ আনার চেষ্টা করি, তাও যদি সেইটা উইকেন্ড হয়, তাছাড়া সম্ভব না।

এরকম সুযোগ একবার মাত্র এসেছিলো এখানে। সেবার একটা কোন মতে পচা ইলিশ যোগাড় করেছিলাম সিউল থেকে। মাছের এমনি বাজে অবস্থা ছিল যে কাটতে যেয়ে সব ভর্তা হয়ে গিয়েছিল। আফসোস, আগামীকালো এইটা সম্ভব হবে না ১৪১৮ উদযাপন করার। কারন ভরপুর কাজে ভরা আগামীকালকের দিন ।

তাই ব্লগ থেকেই আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ১৪১৮। আশা করি আগামি ১৪১৯ বাংলাদেশে বসেই উদযাপন করতে পারবো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।