আমাদের কথা খুঁজে নিন

   

এই সব নরপশু দের কি করা উচিত?



রাজশাহীর পবায় গত সোমবার আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় গত সোমবার রাতে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি পবা উপজেলায়। প্রতিবেশী কলেজছাত্র আরিফুল ইসলামের বাসায় গিয়ে সে প্রাইভেট পড়ত। ঘটনার দিন দুপুরে আরিফুলের বাসায় কেউ ছিল না।

এ সময় শিশুটি সেখানে পড়তে গেলে আরিফুল ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে শিশুটির মুখ বেঁধে তার ওপর পাশবিক নির্যাতন করে। এরপর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওসিসির উপপরিদর্শক নাজমা খানম বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে ওসিসিতে ভর্তি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা গুরুতর। ওসিসি শিশুটিকে চিকিৎসাসহ আইনি সহায়তা দেবে।

সূত্রঃ প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।