চলতে চলতে হয়ত একদিন পৌছে যাব।
বাংলাদেশ জাতীয় দলের নতুন অধিনায়ক ঠিক করা হবে। সাকিবকে বাদ দিয়ে হয়ত নতুন কাউকে দেয়া হবে সুযোগ। দলের সেরা পারফর্মারকে সাধারনত অধিনায়ক করা হয়। কথা হল বিশ্বকাপে পুরো দল ব্যর্থ হয়েছে।
৫৮ ও ৭৮ রানের লজ্জা আমাদের সঙ্গী হয়েছে। আর সাংবাদিক সম্মেলনে অধিনায়কের কিছু বিতর্কিত মন্তব্য সমালোচিত হয়েছে। বিভিন্ন কারনে সবাই এখন তাকে বেয়াদব বলছে। কিন্তু সে যে পরিস্থিতির স্বীকার এটা কেউ বুঝতে চাচ্ছে না। তারকাখ্যাতি পাওয়ার পর থেকে সে সব সময় সফল ছিল।
ভাগ্য ও ফর্ম তার পক্ষে ছিল। কিন্তু সেটা বিশ্বকাপে তার পক্ষে ছিল না। যা হবার তাই হয়েছে। সবাই তাকে দায়ী করছে। মানুষের প্রত্যাশা যার কাছে বেমি থাকে প্রত্যাশা পূরণ না হলে তাকেই বেশি দায়ী করে।
এক্ষেত্রেও তাই হয়েছে। সাংবাদিকরা ও সাবেক ক্রিকেটাররা যখন সমালোচনা করেছে সে তখন কিছু সত্য কথা বলেছে। সত্য কথার কিছু দোষ আছে। অপ্রিয় সত্য কথা বললে তাকে বেয়াদবী মত মনে হয়। পারফর্মেন্স তার পক্ষে থাকলে এত কিছূ হয়ত বলা হত না।
কিন্তু এখন পরিস্থিতি তার পক্ষে নাই। শেনা যাচ্ছে তার অধিনায়কত্ব কেড়ে নেয়া হবে। তা নিক । কিন্তু দিবে কাকে???? আশরাফুল কোন অপশন হতে পারে না। সেদিন দেখলাম কে যেন রকিবুলের নাম বলেছে।
পড়ে ভাল লাগল। দেশে এখন আবালের অভাব নাই। রকিবুল ও একটা খেলোয়ার আর সে কিনা হবে অধিনায়ক!!!!!
মাশরাফিকে দেয়া যায় কিন্তু সে তো কবে সুস্থ থাকে আর কবে অসুস্থ থাকে তার কোন ঠিক নাই। বিশ্বকাপের সময় সে নাকি সুস্থ ছিল। সবার কত আফসোস।
কিন্তু সে এখন কেন পুরোপুরি সুস্থ না???? যে এখনো পুরোপুরি ফিট না সে বিশ্বকাপের সময় কেমন ফিট ছিল তা বুঝিন। যাক। নতুন একজন অধিনায়ক পাওয়া যাবে হয়তো। নতুন অধিনায়ক ভাল পারফর্ম করুক এই আশা করি।
বাংলাদেশের অধিনায়করা টসে জিতে যাই নেন তা নাকি ভুল সিদ্ধান্ত হয়।
অন্তত সাংবাদিকদের মতে। ব্যাটিং নিলেও তার বিপক্ষে যুক্তি থাকে। বোলিং নিলেও থাকে। তাই সবচেয়ে ভাল হয় টসে জিতে সাংবাদিক সম্মেলন করে তাদের কাছ থেকে জেনে নেয়া কোনটা নিলে তারা সমালোচনা করবে না। আর তা না পারলে রোজ টসে হারতে হবে ।
আর বিপক্ষ দল যা করতে বলবে তাই করবে। তাতে অন্তত সাংবাদিকদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
বিশ্বকাপের আগে শুনেছিলাম সাকিব নাকি অধিনায়কত্ব চায়নি। তাকে জোর করে গছিয়ে দেয়া হয়েছে। সে চেয়েছিল বিশ্বকাপের পর নিজের মত করে নুতন করে শুরু করতে।
যা হোক, ভাগ্য তার পক্ষে নাই। অপ্রিয় সত্য কথা বলে সে এখন বেয়াদব। অধিনায়কত্ব না থাকুক, ব্যাটে বলে অলরাউন্ডার সেই সাকিবকে আবার দেখতে চাই। তখন আবার এই সমালোচকরাই তাকে মাথায় তুলে নাচবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।