আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২৬৭ (বাংলাদেশের আইন ও জবাবদিহিতা)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! আমরা একটা গল্প সবসময় শুনে আসছি আমাদের বিচার বিভাগ স্বাধীন। এই গল্পটা অনেক দিনের পুরানো। আমরা এর সত্যতা খুঁজে পাচ্ছি না বলে এইটাকে আমরা গল্প বলে ডাকি। ঘটনা: ১ আপনি বা আপনার কেউ খুন হয়ে গেল বা আপনার কোন কিছু খোয়া গেল। আপনি কি করবেন? আইন মোতাবেক আপনার জন্যে কি করার আছে? প্রথমত আপনাকে থানায় জিডি করতে হবে।

থানা পুলিশ আপনার সাথে কথা বলবে তারপর আপনার ক্ষতির মাত্রা পরিমাপ করা হবে। আপনাকে সসম্মানে বসিয়ে রাখবে দীর্ঘক্ষন। একের পর এক ফোন নিয়ে ব্যস্ত আমাদের থানা পুলিশ। এক সময় আপনার জন্য সেই কাঙ্খিত সময় আসবে আপনার কথা শোনার। তারপর বলবে, বলুন এবার আপনার সমস্যা।

তারপর উনি শুনবেন কিছুক্ষন। তারপর আবার, উনার ব্যাক্তিগত মোবাইলে ফোন আসবে। উনি কিঞ্চিত বিরুক্তিবোধ নিয়ে ফোন রাখবেন। তারপর আবার আপনি বলতে শুরু করবেন। আপনার বক্তব্য দাঁড়ালো আপনার ছিনতাই হয়েছে।

আপনি আপনার ছিনতাইয়ের জিনিষগুলো প্রমানাদি সংগে নিয়ে এসেছেন। উনি দেখলেন তারপর বললেন," ভাই প্রতিদিন এই রকম হাজার হাজার ছিনতাই হচ্ছে কি করবো বলেন, আমরা চেষ্টা করছি কি করা যায়। আপনি ডিবি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন তবে চেনাজানা থাকলে একটা কিছু একটা গতিতো হবে। তবে কিছু টাকা পয়সা খরচ করতে হতে পারে। " জনস্বার্থ আইন এখানে অনুপস্থিত।

ঘটনা:২ আমাদের সরকার ঘুষ ছাড়া ফাইলে হাত ধরছে না। নিজের বাড়ীর কাজ করবে ঘুষ দিতে হবে রাজউককে, সিটি কর্পোরেশনকে। গাড়ীর কাগজ করবেন দালাল ছাড়া কিছু হবে না। পাসপোর্ট করবেন দালাল ছাড়া হবে না। প্রকাশ্যে ঘুষ চলছে।

দুদক বিড়াল হয়ে গেছে। যখন খবর কাগজে ঢালাওভাবে খবর আসে তখন দুদক হম্বিটম্বি করে কমিটি করে তারপর মন্ত্রীকে ফোন দিয়ে বলে কি করবো। তারপর মন্ত্রী যা বলেন তাই করেন কমিটি করেন সেখানে মন্ত্রীরা নিজেরা উপস্থিত থাকেন। অতঃপর সকল অপরাধ ঢেকে যায়। আইন এখানেও অসহায়।

শিক্ষনীয়: মালদ্বীপ খুব ছোট একটা দ্বীপ। এখানে আইন শৃঙ্খলা খুব কড়া। সম্প্রতি প্রাক্তন প্রেসিডেন্ট নাশিদকে সেই দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির দায়ে। এর থেকে প্রমান হলো যে আইন সবার জন্যে সমান। আমাদের দেশে এখন বিচার বিভাগ স্বাধীন ও শক্তিশালী এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।

কিন্তু কার্যকারিতার ক্ষেত্রে এর নমুনা পাওয়া যাচ্ছে না। তাই জবাবদিহিতা উঠে গেছে। সবাই রাজা হয়ে গেছে। আমরা সবাই প্রজা। গনতন্ত্র মানে শোকেসে বন্দি পাথরের মূর্তি।

Click This Link ৫ই মার্চ, ২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৬৭/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।