আমাদের কথা খুঁজে নিন

   

৭ই মার্চ ও একটি তর্জনী

১৯৭১, রাজপথ তখন বাঙালীর রক্তে রঞ্জিত। ২৩ বছরের ইতিহাসে মিশে আছে কান্না, দীর্ঘশ্বাসে শুধু আর্তনাদ আর রক্তদানের ইতিহাস। নির্যাতনের কষাঘাতে জাতির তখন একটিই জিজ্ঞাসা- আর কত ? ৫২ সালে দিয়েছি ভাষার জন্য রক্ত, এরপর ৫৪ এ হায়েনার বেইমানী, অত:পর হিংস্র আয়ুবের হাতে বাঙালী আবার জিম্মি। ১০ টি বছর বাঙালী সয়েছে নির্যাতন, করুন আর্তনাদ আর বুকচাপা কান্না। ৬৬ তে চালানো হল গণহত্যা, ভাইয়েরা আবার প্রাণ দিল রাজপথে; হল নির্দয় নিষ্ঠুর শাসনতন্ত্রের বলি।

কিন্তু আর নয়; বাঙালী তখন জেগে উঠেছে, রচনা করেছে গনঅভ্যুত্থানের ইতিহাস। সেই ১৯৬৯, আয়ুব হায়েনার পতন। জাতির পিতা ঘোষণা করল এক নতুন দিগন্তের। আজ থেকে আর পূর্ব পাকিস্তান নয়; বাঙালী জাতির দেশের নাম "বাংলা দেশ। " পথে পথে রাজপথে ধ্বণিত হল স্লোগান, আকাশ বাতাস কাঁপিয়ে সেই জনতা নেমে এল , আর চিত্কার করে জানিয়ে দিল সেই রক্ত গরম করা শাণিত দুটি শব্দ- "জয় বাংলা।

" এরপর থেকে প্রতীক্ষা - প্রতীক্ষা মুক্তির, প্রতীক্ষা স্বাধীনতার। অত:পর ১৯৭১, ৭ই মার্চ। রেসকোর্স ময়দান আজও সেই ইতিহাসের কথা বলে, এখনও প্রতিটি ঘাসের ডগা সাক্ষ্য দেয় সেই বজ্রকন্ঠের, আমি অতীত দেখিনি, ৪২ টি বছর কেটে গেল; কিন্তু এখনো আমার দাড়িয়ে যাওয়া লোম সাক্ষ্য দেয় স্ট্যান সেলুটের মত, জাতির সেই চির প্রতীক্ষার দিনের, ৭ কোটি বাঙালী অপেক্ষায় সেই কাঙ্খিত বাণী শোনার। অত:পর জাতির সূর্যসন্তান এলেন- বিপ্লবী তর্জনী উঁচিয়ে দীপ্ত গমগম কন্ঠে অবৃতি করলেন; বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিতা- " ৭ কোটি মানুষকে দাবায়ে রাখত পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আর দাবায় রাখতে পারবা না, এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম , স্বাধীনতার সংগ্রাম।

" মুক্তিকামী বাঙালী ঝাঁপিয়ে পরে "মুক্তির জয়ে" মৃত্যু আলিঙ্গন করে এনে দেয় রক্তিম স্বাধীনতা। রক্তস্নাত হয়ে সবুজ বাংলার মাটিতে লটিয়ে পরে কত শহীদ মুক্তিযোদ্ধা; আর এনে দেয় সেই রক্ত আর সবুজের ঝান্ডা, একটি গৌরবের পতাকা; একটি স্বাধীন বাংলাদেশ। -৭ই মার্চ, ২০১৩ ( আমার প্রতিটি লোম এখনো দাঁড়িয়ে; স্ট্যান সেলুটের মত। আমি গর্বিত , আমি বাঙালী। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।