যে সকল খেলোয়াড় ধারাবাহিক ভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তারা কিভাবে ধারাবাহিক ভাবে দলে জায়গা পায়??
যারা নিয়মিত খেলা দেখেন তাদের বুঝতে পারার কথা আমি কার কথা বলছি। হ্যা, আমি বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যট্সম্যান রাকিবুল হাসানের কথা বলছি। এই ব্যট্সম্যান বিশ্বকাপে তো ধারাবাহিক ভাবে ব্যর্থ ছিলেন, অস্ট্রেলিয়া সাথে ১ম ওয়ানডেতে ৪১ বলে ৭ রান তারপর আজ ২ বলে ০ রান। আমাদের মনে করতে কষ্ট হয় কবে এই রাকিবুল হাসানের ভাল খেলা দেখেছিলাম। তারপরও কি এক অজানা কারণে এই ব্যট্সম্যান ধারাবাহিক ভাবে দলে জায়গা পায় !! আমি জানি আমাদের ভাল খেলোয়াড়ের ওভাব আছে, তাই বলে রাকিবুল হাসানের পরিবর্তে খেলতে পারে এমন খেলোয়াড়ের ওভাব আছে বলে আমার মনে হয়না। তাই আজ মনে প্রশ্ন জাগে তাহলে কেন তাকে বার বার দলে অন্তর্ভুক্ত করা হয়? কিসের প্রভাবে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।